রাজ্যের চতুর্থ দফা ভোটের (West Bengal Assembly Election 2021) দিন উত্তাল টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। বুথ দখলের অভিযোগ উঠল বিজেপি (BJP) প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে। বুথ পরিদর্শনে গিয়ে বচসায় জড়ালেন মহিলা ভোটারের সঙ্গেও। ঘটনার জেরে সংশ্লিষ্ট বুথে পদ্ম-প্রার্থী বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকরা।
পাল্টা বাবুল সুপ্রিয়র দাবি, ওই বুথে ছাপ্পা ভোট এবং রিগিং চলছিল। অতঃপর খবর পেতেই তড়িঘড়ি বটতলার বুথে যান তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ, অন্য এক মহিলার ভোটারকার্ড নিয়ে আরেকজন ভোট দিতে এসেছিলেন। বুথে পৌঁছতেই ওই মহিলা ভোটারকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। সেখানেই বচসার সূত্রপাত। এদিকে মহিলা ভোটারের সঙ্গে বিজেপিপ্রার্থীর বাক-বিতণ্ডা যখন তুঙ্গে তখন উপস্থিত প্রত্যক্ষদর্শী মহিলারাও এর প্রতিবাদ জানান। সঙ্গে সঙ্গে বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা। মমতা শিবিরের অনুগামীদের দাবি, "একজন মহিলা ভোটারের সঙ্গে এহেন আচরণ কখনোই কাম্য নয়! তাও আবার একজন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ যখন এহেন কাণ্ডজ্ঞানহীন আচরণ করেন।" ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। মধ্যস্থতা করতে ঘটনাস্থলে তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় বাহিনী।
যদিও বুথে ছাপ্পা ভোট এবং রিগিংয়ের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের পাল্টা অভিযোগ, ছাপ্পা ভোটের চেষ্টা করছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এবং বুথও দখল করতে গিয়েছিলেন। শুধু তাই নয়, মহিলা ভোটারের ভোটারকার্ডও কেড়ে নেন তিনি। ওদিকে, বচসার পর বুথ থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠেই ওই ভুয়ো ভোটারকার্ড দেখান বাবুল।
প্রসঙ্গত, রাজ্যের চতুর্থ দফা ভোটে উত্তপ্ত বিভিন্ন কেন্দ্র। ৫টি জেলার ৪৪টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ পর্ব। সকাল থেকেই বিজেপি-তৃণমূলের খণ্ডযুদ্ধে খবর মিলছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। চতুর্থ দফা নির্বাচনে সবুজ-গেরুয়া দুই শিবিরেই তারকামুখের ছড়াছড়ি। বাবুলও রয়েছেন সেই তালিকায়। টালিগঞ্জ (Tollygunge) কেন্দ্রের ভোটবাক্সে আজ হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস (Arup Biswas) বনাম বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র। শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে ২মের নির্বাচবনী মার্কসিটেই।