চতুর্থ দফা ভোটের (West Bengal Assembly Election 2021) ৪৮ ঘণ্টা আগে ভবানীপুর (Bhawanipur) বিধানসভা কেন্দ্রে ধুন্ধুমার তৃণমূল-বিজেপির। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ফ্লেক্স-ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাতে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হল চেতলা। ইটবৃষ্টি, সবুজ-গেরুয়া দুই শিবিরের কর্মী-সমর্থকদের সংঘর্ষের জেরে আক্রান্ত হন খোদ পদ্ম শিবিরের তারকা প্রার্থী। একাধিক গাড়ি ভাঙচুরও করা হয়। অবরুদ্ধ হয়ে যায় গোটা এলাকা। বৃহস্পতিবার গভীর রাতে দীর্ঘক্ষণ চেতলা থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। পরে পরিস্থিতি আয়ত্তে এলেও এখনও থমথমে চেতলা। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
ফিরহাদের অনুগামীরাই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন রুদ্রনীল। ঝামেলার সূত্রপাত, গেরুয়া শিবিরের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে। বিজেপির (BJP) দাবি, তৃণমূল ওই ফ্লেক্স ছিঁড়েছে। ঘটনার প্রতিবাদে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে যখন রুদ্রনীল থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন, তখনই তৃণমূল (TMC) কর্মীরা মিছিল করে এসে তাঁদের উপর হামলা চালায়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
বিজেপি প্রার্থী রুদ্রনীলের কথায়, "হার নিশ্চিত জেনেই ফিরহাদ হাকিমের নির্দেশে এই হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। প্রায় ২৫০ জন মিলে হামলা চালায়। মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়। মহিলারা রুখে না দাঁড়ালে ভয়ংকর কিছু হতে পারত।" পালটা দিয়েছে রাজ্যের শাসক দলও। তৃণমূলের অভিযোগ, "বহিরাগত দুষ্কৃতীদের এনে এলাকায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি।"
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। ভবানীপুরের পিচে তৃণমূল-ছুট অভিনেতার লড়াইটা বেজায় চ্যালেঞ্জিং। দিন কয়েক আগেই ভবানীপুর (Bhawanipur) বিধানসভা কেন্দ্রের পদ্ম-প্রার্থী রুদ্রনীল বিজেপি কর্মীদের উপর ‘তৃণমূলী গুণ্ডা’দের আক্রমণের অভিযোগ তুলেছিলেন। বৃহস্পতিবার রাতেও সেই একই অভিযোগ শোনা গেল তাঁর তরফে।