আজ ভোট (West Bengal Assembly Election 2021) উৎসবের প্রথম দিন। শনিবার ৫ জেলার ৩০ আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। এর মধ্যে রয়েছে মেদিনীপুর (Midnapur) কেন্দ্রও। যেখান থেকে কিনা তৃণমূলের তুরুপের তাস জুন মালিয়া (June Malia)। আজ ভোটবাক্সে তাঁর ভাগ্য়গণনার পরীক্ষা। তৃণমূলের যোগ দিয়েই শুভেন্দু-গড় মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করার টিকিট পেয়েছেন। সেখান থেকে সবুজ শিবিরের হয়ে আসন জেতা যথেষ্ট চ্য়ালেঞ্জিং, তা বলাই বাহুল্য়। তাই সকাল সকাল মন্দিরে পুজো দিয়েই নির্বাচনী প্রক্রিয়ায় নজর রাখতে বেরিয়ে পড়েছেন ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী। প্রত্য়েকটি বুথে গিয়ে সেখানকার নিরাপত্তা পরিস্থিতিও খতিয়ে দেখেন জুন। আর তার মাঝেই জড়িয়ে পড়লেন বিতর্কে।
শনিবার সকালে মন্দিরে পুজো দিয়েই গুড়গুড়িতলার ভোট কেন্দ্রে যান জুন মালিয়া। এরপর মাতালডাঙার বুথেও ঢুঁ মারেন ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী। বহিরাগত তকমা ঝেড়ে ফেলে মেদিনীপুর কেন্দ্রের প্রত্য়েকটি বুথে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। তবে ভোটগ্রহণ প্রক্রিয়ার মাঝেই একটি বুথে গিয়ে ভিতরে প্রবেশ করার দাবি করেন। এরপরই তৃণমূলের (TMC) তারকা প্রার্থীকে বাঁধা দেন সংশ্লিষ্ট বুথের প্রি-সাইডিং অফিসাররা। যার জেরে ভোটের দিনই নিজস্ব কেন্দ্রে বিতর্কে জড়ালেন জুন মালিয়া।
সেই প্রেক্ষিতেই তৃণমূলের তারকা প্রার্থীর মন্তব্য়, তাঁর কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল যে বুথে পর্যাপ্ত পরিমাণ আলো নেই। কাজেই ভোট দিতে গিয়ে অসুবিধের মুখে পড়তে হয়েছে তাঁদের। আর সেই জন্যই বুথের ভিতরে প্রবেশ করে পরিস্থিতি খতিয়ে দেখার দাবি জানান তিনি।
মাতালডাঙার বুথ থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন জানান, "আপাতত ভোট প্রক্রিয়া নির্বিঘ্নেই চলছে। কোথাও তেমন বড় কোনও অশান্তির খবর নেই। আমায় বুথে দেখলে আমার ভোটাররা উৎসাহিত হবেন। সেই কারণেই সকাল থেকে বেরিয়েছি। সাধারণ মানুষের উপর আমার আস্থা আছে।"