Advertisment

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা! 'তৃণমূলের এজেন্ট বসতে দিচ্ছে না'! অভিযোগ প্রার্থী কাঞ্চন মল্লিকের

"বাংলা কি রণথম্বোর হয়ে গিয়েছে?", চটে গিয়ে সেই প্রশ্নও তুললেন তৃণমূলপ্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
kanchan

রাজ্যের চতুর্থ দফা ভোটে (West Bengal Assembly Election 2021) তারকা প্রার্থী পায়েল, শ্রাবন্তী, যশদের পাশাপাাশি আজ শনিবার কাঞ্চন মল্লিকেরও ভোটবাক্সে ভাগ্যগণনার লড়াই। দুঃসময়ে দিদির পাশে এসে দাঁড়িয়েছেন। আবার 'তৃণমূল-ছুট' প্রবীর ঘোষালকে 'সুখের (Prabir Ghoshal) পায়রা' বলে কটাক্ষ করতেও পিছপা হননি তিনি। প্রথমবার সক্রিয় রাজনীতিতে পা রেখেই নির্বাচনী টিকিট পেয়েছেন মমতা-শিবিরের তরফে। তাই সংশ্লিষ্ট আসন জেতা চ্যালেঞ্জিং হলেও ময়দানে বেশ সাবলীল দেখা গিয়েছে তৃণমূল (TMC) প্রার্থী কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick)। ভোটের দিন সকালবেলা উত্তরপাড়ায় মায়ের মন্দিরে পুজো দিয়েই শুরু করলেন বুথ পরিদর্শন। একবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসাতেও জড়াতে দেখা গেল কাঞ্চনকে।

Advertisment

প্রতিপক্ষ বিজেপি (BJP) প্রার্থী প্রবীর ঘোষালের পাড়া দিয়েই বুথ পরিদর্শন করা শুরু করলেন কাঞ্চন মল্লিক। সেখানেই বেশ কিছু জায়গায় তৃণমূলের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ঘাসফুল শিবিরের তারকাপ্রার্থীদের। পাশাপাশি, বুথের ১০০ মিটারের মধ্যে কেন বিজেপির পোস্টার, ফ্যাস্টুন? প্রশ্ন তুলেছেন কাঞ্চন। যদিও এর কোনও সদুত্তর পাননি তৃণমূলের তারকাপ্রার্থী।

শনিবার বেলা বাড়তেই দেখা গেল হলুদ পাঞ্জাবী, ডেনিম জিন্স, মুখে মাস্ক সেঁটে উত্তরপাড়ার বিভিন্ন এলাকার বুথে ঘুরছেন কাঞ্চন মল্লিক। তার মাঝেই একবার বচসায় জড়ালেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। "বাংলা কি রনোথম্বর হয়ে গিয়েছে?", চটে গিয়ে সেই প্রশ্নও তুললেন তৃণমূলপ্রার্থী।

কাঞ্চনের কথায়, "আমার সঙ্গে তো কারও ব্যক্তিগত শত্রুতা নেই। আমার সঙ্গে সকলের সম্পর্ক-ই ভাল। আমি চাই শান্তিপূর্ণ ভোট হোক।" তবে এখনও অবধি উত্তরপাড়ার কোনওরকম অশান্তির খবর পাওয়া যায়নি।

West Bengal Assembly Election 2021 Kanchan Mullick Uttarpara tmc
Advertisment