Advertisment
Presenting Partner
Desktop GIF

'দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করুন', 'দাবি' সোনারপুরের তৃণমূলপ্রার্থী লাভলির

"বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে", দিলীপের হুঁশিয়ারিতে বেজায় চটেছেন অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
lovely

শীতলকুচি প্রসঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে রাজ্য-রাজনীতির অন্দরে বিতর্ক তুঙ্গে। রবিবার বরানগরের সভা থেকেই রাজ্য বিজেপি সভাপতি হুঁশিয়ারি দেগেছিলেন, "শীতলকুচি (Sitalkuchi) কী দেখেছেন! এরপর বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।" আর সেই মন্তব্যকে ঘিরেই ক্ষোভে ফুঁসছেন সোনারপুর (Sonarpur) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)। দাবি তুললেন, "অবিলম্বে গ্রেপ্তার করা হোক দিলীপ ঘোষকে।"

Advertisment

প্রসঙ্গত, রবিবার বরানগরের বিজেপি (BJP) প্রার্থী পার্ণো মিত্রর হয়ে প্রচারসভা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেখানেই ওই বিতর্কিত বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এমন মন্তব্যের জেরে নিন্দার ঝড় ওঠে। যার প্রতিবাদে সোনারপুর মোড় থেকে একটি প্রতিবাদী মিছিলের ডাক দেওয়া হয় রাজ্যের শাসক দলের তরফে। কালো ব্যাজ পরে মুখে কালো কাপড় বেঁধে এই ঘটনার প্রতিবাদে মিছিল করেন স্থানীয় তৃণমূল (TMC) কংগ্রেস কর্মীরা। নেতৃত্বে ছিলেন প্রার্থী লাভলি মৈত্র। সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট সাঙ্গ হলেও দলীয় কর্মসূচীতে বেজায় সক্রিয় তিনি। সেখানেই দিলীপ ঘোষকে কটাক্ষ করে লাভলি মৈত্র বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে কেন্দ্র এইভাবে ৫ জন নিরীহ মানুষের প্রাণ কাড়ল। তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন, সেজন্য অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করা হোক। এমন মন্তব্যের মধ্য দিয়ে তিনি তো খুনের হুমকি দিচ্ছেন।"

এখানেই অবশ্য ক্ষান্ত থাকেননি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী লাভলি মৈত্র। বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দেগে বলেন, "২ মের পর মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেবে!"

উল্লেখ্য বরানগরের সভায় দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, "বাংলায় আর দুষ্টু ছেলে থাকবে না। যারা ভেবেছিল কেন্দ্রীয়বাহিনীর বন্দুকটা শুধু দেখানোর জন্যই, কাল তারা বুঝে গিয়েছে ওর ভিতরে থাকা গুলির কী জোর! সকালে ভোট দিতে যাবেন। কেউ বাধা দিলে শুনবেন না। মাথায় রাখবেন কেউ বাড়বাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।" রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বের এমন মন্তব্যে বেজায় নিন্দার ঝড় উঠেছে। আর সেই প্রেক্ষিতেই আওয়াজ তুলেছেন লাভলি।

প্রসঙ্গত, রাজ্যে চতুর্থ দফা ভোটের দিনই সোনারপুর দক্ষিণের বিভিন্ন বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন লাভলি মৈত্র। বলেছিলেন, "গুলি করে মেরে ফেলার হুমকি দিচ্ছে CISF। শুধু তাই নয়, সরাসরি পদ্মে ছাপ দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার প্রলোভনও দেখাচ্ছেনা তাঁরা!" 'শীতলকুচি' প্রসঙ্গে অবশ্য তখনই সরব হতে দেখা যায় অভিনেত্রী প্রার্থীকে। এবার সরাসরি দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করে গ্রেপ্তারির দাবি তুললেন।

tmc bjp dilip ghosh West Bengal Assembly Election 2021 Lovely Maitra Sitalkuchi
Advertisment