/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/lovely-maitra.jpg)
বুথের বাইরে ভীড় করলেই গুলি চালিয়ে দেব... সিআরপিএফের মুখে এমন মন্তব্য শুনে হতবাক তৃণমূলপ্রার্থী লাভলি মৈত্র। তুললেন বিস্ফোরক অভিযোগও। ভোটারদের সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার নির্দেশ দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী, বুথ পরিদর্শনে গিয়ে দাবি করলেন ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী।
রাজ্যের চতুর্থ দফা ভোটে (West Bengal Assembly Election 2021) সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের বিভিন্ন কেন্দ্র। কোচবিহার শীতলকুচির (Sitalkuchu) ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। যা নিয়ে রীতিমতো রণক্ষেত্র সংশ্লিষ্ট কেন্দ্র। ঘটনার জেরে মোদী সরকার তথা কেন্দ্রীয় বাহিনীকে তুলোধোনা করতে ছাড়েনি রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই তৃণমূলের (TMC) প্রতিনিধি হয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন ও সৌগত রায়। একদিকে উত্তরবঙ্গের শীতলকুচি-কাণ্ড যখন জাতীয়স্তরে সমালোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই বুথ পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সোনারপুর (Sonarpur) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি (Lovely Maitra) ওরফে অরুন্ধতী মৈত্র। তাঁর অভিযোগ, "ভোটারদের সরাসরি প্রভাবিত করছেন সিআরপিএফরা। বুথের দায়িত্বে থাকা বলছেন, পদ্মে ছাপ দিতে!" শুধু তাই নয়, "বুথের বাইরে ভীড় করলেই গুলি চালিয়ে দেব", CRPF-এর বিরুদ্ধে এমন হুমকি দেওয়ারও অভিযোগও তুললেন লাভলি।
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আজ ভাগ্যগণনার পরীক্ষা অভিনেত্রী লাভলি মৈত্রর। প্রতিপক্ষ বিজেপি (BJP) প্রার্থী আরেক টেলি-অভিনেত্রী অঞ্জনা বসু (Anjana Basu)। অতঃপর হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী। তৃণমূলে যোগ দিয়েই নির্বাচনী টিকিট পেয়েছেন লাভলি। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই ভোটপ্রচারের ময়দানে ছুটে বেরিয়েছেন। সোনারপুরে তাঁর জনপ্রিয়তাও একেবারে চোখে পড়ার মতো। তাই প্রথমবারের ভোটপ্রার্থী হিসেবে নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরছেন। তার মাঝে রামচন্দ্রপুর মিলন সংঘের বুথে গিয়েই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন তৃণমূল (TMC) প্রার্থী লাভলি। তাঁর কথায়, সিআরপিএফরা সরাসরি হিন্দিতে বলছেন, 'কমল মে ছাপ দিজিয়ে'। "ওরা বিজেপির এজেন্ট হয়ে এসেছে", মন্তব্য তৃণমূলের তারকা প্রার্থীর।
এর পাশাপাশি আরেক বুথ পরিদর্শনে গিয়ে ২০০ মিটারের মধ্যে বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তুলেছেন লাভলি মৈত্র।