Advertisment
Presenting Partner
Desktop GIF

ভোট মিটতেই BJP শাসিত অসমে বাঙালিদের 'ডি নোটিস'! বঙ্গবাসীকে 'সাবধান' করলেন রাজ

প্রসঙ্গ সংশোধিত নাগরিকত্ব আইন। ভোট মিটতেই বিজেপির অন্য মুখ দেখল অসমের শরণার্থী বাঙালিরা। বাংলার মানুষদের ভেবে-চিন্তে ভোট দেওয়ার আর্জি তৃণমূলপ্রার্থী রাজ চক্রবর্তীর।

author-image
IE Bangla Web Desk
New Update
raj

প্রসঙ্গ আবারও সেই মোদী সরকারের সংশোধিত নাগরিকত্ব আইন। যে CAA, NRC নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দেশজুড়ে নাগরিকত্ব প্রমাণ দেখানোর বিরুদ্ধে স্লোগান উঠেছিল, "কাগজ আমরা দেখাবো না! বিজেপি (BJP) সরকার হঠাও!" বছর ঘুরতেই আবারও সেই সংশোধিত নাগরিকত্ব আইন প্রাসঙ্গিক হয়ে উঠল অসমে। অভিযোগ, অসমের শরণার্থী বাঙালিদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য নির্বাচনী ময়দানে বিজেপি প্রতিশ্রুতির ফোয়ারা ছোটালেও, ভোট মিটতেই 'সে গুড়ে বালি'! এ যেন এক্কেবারে উলাট-পুরাণ। সংশ্লিষ্ট রাজ্যের শরণার্থী বাঙালিরা দেখল পুরোপুরি বিপরীত চিত্র। অসমের শাসক দল যে আদতে তাঁদের পাশে নেই ভোটপর্ব মিটতেই তার প্রমাণ পাওয়া গেল। আবারও জোরকদমে 'ডি নোটিস' ধরানোর কাজ শুরু হল অসমে (Assam)। আর সেই প্রেক্ষিতেই বাংলার ভোটারদের সাবধান করে দিলেন তৃণমূলের তারকাপ্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

Advertisment

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) কড়া হুঁশিয়ারি দেগেছিলেন মোদী সরকারের বিরুদ্ধে। দলনেত্রীর সেই সাবধানবাণীই একুশের বঙ্গবিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আবহে আবারও বাংলার মানুষদের মনে করিয়ে দিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী। "বাংলার মানুষের কাছে আবেদন, আপনারা চোখ খুলুন। ভেবে চিন্তে ভোটবাক্সে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন", মন্তব্য রাজ চক্রবর্তীর। ঘাসফুল শিবিরের তারকা প্রার্থীর আশঙ্কা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলে বাংলার মানুষদেরও এই একই ভোগান্তি পোহাতে হতে পারে।

প্রসঙ্গত, ৩ দফার নির্বাচন (Assam Election 2021) মিটতেই আবারও বাঙালিদের সন্দেহভাজন নাগরিকের তকমা সাঁটার কাজ শুরু হয়েছে অসমের বিভিন্ন প্রান্তে। ঘরে ঘরে ডি নোটিস পৌঁছনো ছাড়াও, তাঁদের বাড়ির সামনেও সেঁটে দেওয়া হচ্ছে সন্দেহভাজন নাগরিকের তকমা দেওয়া পোস্টার! সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই এমন খবর মিলছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভোটের ফলাফল কিন্তু এখনও প্রকাশই হয়নি। তার আগেই ফের সংশোধিত নাগরিকত্ব আইন দেখিয়ে 'ডি নোটিস' ধরানো হচ্ছে। মোদী, শাহ, নাড্ডাদের মতো সর্বভারতীয় বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা অসমের নির্বাচনী প্রচারে উদ্বাস্তুদের নাগরিকত্ব ও সুরক্ষা প্রদানের জন্য গলা ফাটালেও ভোট মিটতেই ধরা পড়ল অন্যরকম চিত্র। সেই প্রেক্ষিতেই বাংলার মানুষদের সাবধান করে দিয়ে তৃণমূলপ্রার্থী রাজ চক্রবর্তীর আর্জি "বিজেপিকে একটাও ভোট নয়।"

tmc bjp Assam Raj Chakraborty West Bengal Assembly Election 2021 Assam Assembly Election 2021
Advertisment