সামনেই ভোট (West Bengal Assembly Election 2021)। ব্যারাকপুরের ক্রিজে ইতিমধ্যেই ব্যাট হাতে নেমে পড়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পদপ্রার্থী হয়েই অর্জুন সিংকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যে, তাঁর দখলদারিত্ব থেকে ব্যারাকপুরকে মুক্ত করবেন। তবে অর্জুন-গড়ের পিচে বাউন্স আছে কিনা, সেই পরিমাপ বলবে সময়ই। কিন্তু লড়াইটা যে কঠিন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ঘাসফুল শিবিরের নব্যাগত তারকা প্রার্থী। তাই ভোটের আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly) নিয়ে পুরীতে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পৌঁছেছেন রাজ চক্রবর্তী।
Advertisment
‘দিদির প্রিয় পাত্র’ টলিউড পরিচালককে ‘বহিরাগত’ বলে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা বিঁধলেও সেই তিক্ততা এখন অতীত। বিদায়ী পুরপ্রধান উত্তম দাসের সঙ্গে মিলেমিশে ভোটপ্রচারে বেরচ্ছেন রোজ। হালিশহরের ছেলে। নৈহাটি কলেজে পড়াশোনার সূত্রে নিজেকে ব্যারাকপুরের (Barrackpore) ভূমিপুত্র বলে দাবি করেছেন তিনি। ঘরের ছেলে হয়ে উঠতেও তাই কোনওরকম কসরত করতে ছাড়ছেন না রাজ। প্রার্থী পদ পেয়েই প্রকাশ্যে অর্জুন সিং-কে হুঁশিয়ারি দিয়েছিলেন, "চ্য়ালেঞ্জ নিবি না…। দিদিকে ব্যারাকপুরের সিট উপহার দেব।" তবে অর্জুন-গড়ে খেলাটা সহজ নয়। তাই ২১-এর ভোটযুদ্ধে জিততে জগন্নাথ দেবের কাছে প্রার্থনায় রত হয়েছে রাজ চক্রবর্তী।
শুভশ্রী-সহ গোটা পরিবারকে নিয়ে সকাল সকাল তাঁরা গাড়িতে করে রওনা দেন পুরীতে। নির্দিষ্ট সময়েই পৌঁছে যান জগন্নাথ ধাম। বিধি মেনে নিষ্ঠা-সহকারে পুজো দেন। এরপর ভোগ খেয়েই সকলে মিলে মন্দিরের সামনে ছবি তোলেন। তবে মন্দিরে গেলেও সুরক্ষাবিধি মানতে ভোলেননি তৃণমূলের তারকা প্রার্থী তথা টলিউড পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুখে মাস্ক থেকেছে সর্বক্ষণ।