Advertisment
Presenting Partner
Desktop GIF

গালে সবুজ আবির, ঢোল বাজিয়ে নেচে-গেয়ে ব্যারাকপুরে 'অভিনব প্রচার' তৃণমূল-প্রার্থী রাজের

টলিউড তারকার এহেন অবতার দেখে অর্জুন-গড়ে উচ্ছ্বাস জনতার। দেখুন সেই ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
'দিদির ভরসা' রাখলেন রাজ-সোহম, জিতলেন নবাগত কাঞ্চন, লাভলি, জুন, অদিতিরাও

পরনে সাদা পাঞ্জাবী। গাল ভর্তি সবুজ আবির। গলায় তৃণমূলী উত্তরীয়। চোখে রোদচশমা। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নিজেই ঢোল পেটাচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পিছনে ঢোল-তাসা পার্টির তালে উদ্দাম নাচ মহিলাদের। দোলের আমেজ বোধহয় এক্কেবারে একেই বলে। পুরোপুরি রঙিন মেজাজে ব্যারাকপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'তুরুপের তাস' রাজ। রবিবার বসন্ত উৎসব উপলক্ষে অর্জুন-গড়ে এমন অবতারেই ধরা দিলেন টলিউড পরিচালক। যা দেখে এলাকাবাসী রীতিমতো উচ্ছ্বসিত। ভীড়ের অচেনা মুখগুলোর অভিব্যক্তিই বলে দেয় সেকথা!

Advertisment
publive-image

দোল উৎসবেও বাদ গেল না ভোটের প্রচার। নেচে-গেয়ে রাজের নেতৃত্বে মিছিলে উঠল একটাই স্লোগান- "ব্যারাকপুর (Barrackpore) বিধানসভার যে কোনও প্রান্তের মানুষের একটাই ডাক- মমতা ব্যানার্জীই আমাদের মুখ্যমন্ত্রী থাক…।" এদিন রাজের রঙিন প্রচার মিছিল চলে ব্যারাকপুর, টিটাগড় সংলগ্ন এলাকায়।

publive-image

প্রসঙ্গত ব্যারাকপুরের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আদা-জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন রাজ চক্রবর্তী। অর্জুন সিং (Arjun Singh)-গড়ের পালে বিজেপির হাওয়া। ওদিকে, প্রতিপক্ষ বিজেপি (BJP) প্রার্থী চন্দ্রমণি শুক্লা। মাস খানেক আগেই যাঁর ছেলে খুন হয়েছেন। সেই 'মণীশ শুক্লা হত্যাকাণ্ডে'র আবেগও ব্যারাকপুরের আসন জিততে পদ্ম শিবিরের হাতিয়ার হতে পারে। কিন্তু প্রথমবার বিধানসভা নির্বাচনী প্রার্থী হয়েও সম্মুখ সমরে নির্ভীক রাজ চক্রবর্তী। অর্জুন-গড়ের আসন জিততে একশো শতাংশ আত্মবিশ্বাসীও বটে! তাই সম্ভবত জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত হয়েই হালিশহর, কাঁচরাপাড়ার 'ভূমিপুত্র' ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে বিজয় উৎসবের মতো হোলি উৎসব পালন করলেন।

লিংকে ক্লিক করে দেখে নিন ভিডিও-

tmc Arjun Singh Raj Chakraborty West Bengal Assembly Election 2021
Advertisment