Advertisment

আসানসোলে সায়নী ঘোষকে 'হুঁশিয়ারি' পুলিশের! বুথ পরিদর্শনের মাঝে 'জোর বচসা' তৃণমূলপ্রার্থীর সঙ্গে

পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে তৃণমূলপ্রার্থী সায়নী ঘোষের অভিযোগ, ভোটারদের গ্লুকোজ খাইয়ে প্রভাবিত করছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Saayoni

প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আসানসোল (Asansol) দক্ষিণের মাটি কামড়ে পড়ে রয়েছেন সায়নী ঘোষ। ঝড়-জল-রোদেও নির্বাচনী ময়দানে তিনি অপ্রতিরোধ্য। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দরাজ সার্টিফিকেটে সায়নী স্ট্রিটফাইটার। সোমবার রাজ্যের সপ্তম দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) রাজ্যের শাসক শিবিরের সেই তারকাপ্রার্থীরই ভাগ্যগণনার লড়াই। অতঃপর প্রথমবারের নির্বাচনী প্রার্থী সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শনে। প্রথমটায় শান্তিপূর্ণ ভোটের দাবি করলেও বেলা বাড়তেই পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূলপ্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। হুঁশিয়ারিও খেলেন পুলিশের তরফে।

Advertisment

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এক বুথ পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে জোর বচসা হল তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। যার জেরে তাঁকে হুঁশিয়ারিও দেওয়া হল পুলিশের তরফে। পুলিশের অভিযোগ, "তৃণমূলপ্রার্থীর সঙ্গে এত লোক কেন?" এই প্রশ্ন তুলেই সায়নীর উদ্দেশে জমায়েত হঠানোর নির্দেশ দেয় পুলিশ। পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, "আপনি প্রার্থী, আপনি একা কথা বলবেন। আপনার সঙ্গে এত লোক কেন? এদের হঠান, আপনার সঙ্গে পরে কথা বলব।"

প্রসঙ্গত, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ২৮২ নম্বর বুথের সামনে তৃণমূলের ক্যাম্পে হানা দেওয়ার অভিযোগও উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে, ১৪৪ ও ১৪৫ নম্বর বুথের ৫০ মিটারের মধ্যে বিজেপির কর্মী-সমর্থকরা ভোটারদের গ্লুকোজ খাইয়ে প্রভাবিত করছেন বলেও অভিযোগ তুলেছেন সায়নী ঘোষ। তৃণমূল প্রার্থীর কথায়, ভোটের দিন বুথের ৫০ মিটারের মধ্যে থাকার নিয়ম নেই দলীয় কর্মী-সমর্থকদের। বিজেপির লোকেরা গ্লুকোজ খাইয়ে ভোটারদের প্রভাবিত করছেন।

asansol tmc bjp Saayoni Ghosh West Bengal Assembly Election 2021
Advertisment