Advertisment

রাজপথে 'বাঘিনীর প্রত্যাবর্তন', হুইলচেয়ারে মমতা, আসানসোল থেকে গর্জে উঠলেন সায়নী ঘোষ

"দিদি তোমাদের জমানত জপ্ত করেই ছাড়বে", বিজেপিকে কড়া হুঁশিয়ারি তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের।

author-image
IE Bangla Web Desk
New Update
Saayoni

হুইলচেয়ারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মনে অদম্য জোর। তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়েই রাজপথে নামলেন। এবার সুর আরও চড়া। এবার শুধু 'খেলা হবে' নয়, ঘাসফুল শিবিরের স্লোগান বদলে হল, 'ভাঙা পায়েই খেলা হবে'। দলনেত্রীর এমন স্পিরিট দেখে আসালসোলে ভোট প্রচারের মাঝেই সুর চড়ালেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। বলছেন, "বাঘিনীর প্রত্যাবর্তন।"

Advertisment

আজ ১৪ মার্চ, রবিবার নন্দীগ্রাম (Nandigram) দিবসে কলকাতায় মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করে রাজ্যের শাসক দল। হুইলচেয়ারে বসে যার নেতৃত্ব দেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন শারীরিক পরিস্থিতিতেও মিছিল শেষে ক্লান্তি নেই এতটুকু চোখে-মুখে। হুইলচেয়ারে বসেই গেরুয়া শিবিরের উদ্দেশে হুংকার ছুঁড়লেন তৃণমূল সুপ্রিমো- " আহত বাঘ আরও সাংঘাতিক। আমার জীবনটা মার খেয়েই এগিয়েছে। কিন্তু মাথা নত করিনি। এবারও করব না। ভোটের (West Bengal Assembly Election 2021) আর বেশি দিন বাকি নেই। তাই শরীরে ব্যথা থাকলেও আমাকে বেরোতেই হবে। আসলে শরীরে থেকে মনের ব্যথা আমার অনেক বেশি। আমি তাই হুইলচেয়ারে বসেই সারা বাংলা ঘুরবো। খেলা হবে, ভাঙা পা নিয়েই খেলা হবে।" এবার সেই প্রেক্ষিতেই মমতার একনিষ্ঠ সৈনিক হিসেবে ময়দানে নামলেন সায়নী ঘোষ।

দলনেত্রীর এমন মনের জোর দেখে সায়নী ঘোষও উদ্বুদ্ধ। বলছেন, "বাঘিনী সেই, যাকে শত আঘাত করলেও দমে থাকেন না। অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠেন,পথে নামেন। যতই আঘাত করো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিদি তোমাদের জমানত জপ্ত করেই ছাড়বে। তৈরী থেকো,আহত খেলা হবে।" হ্যাশট্যাগ দিয়েছেন #MamataIsBack

সায়নী এই মুহূর্তে রয়েছেন আসানসোলে। সেখানেই খাওয়া-নাওয়া ভুলে ভোট প্রচারে নেমেছেন। তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিজেপিকে (BJP) কড়া হুঁশিয়ারি ছুঁড়লেন তৃণমূলের (TMC) তারকা প্রার্থী।

Mamata Banerjee West Bengal Assembly Election 2021 tmc Saayoni Ghosh
Advertisment