Advertisment

'এখন কিছু বলার নেই, ২ তারিখের পর বলব', 'দাবাং' পুলিশ অফিসারকে 'শাসালেন' সায়নী ঘোষ

তৃণমূলপ্রার্থী সায়নীকে পুলিশ অফিসারের হুঁশিয়ারি, "মাই নেম ইজ এন মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ…।"

author-image
IE Bangla Web Desk
New Update
Saayoni

"মাই নেম ইজ এন মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ…" বুথের সামনে সায়নী ঘোষকে (Saayoni Ghosh) কড়া হুঁশিয়ারি পুলিশ অফিসারের। কম যান না রাজ্যের শাসক শিবিরের প্রার্থীও। পাল্টা শাসালেন, "এখন কিছু বলার নেই, যা বলার ২ তারিখের পর বলব।" রণংদেহী মেজাজে 'স্ট্রিটফাইটার' দলনেত্রীকে দেখে হতবাক ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরাও।

Advertisment

প্রসঙ্গত, রাজ্যের সপ্তম দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) আসানসোল (Asansol) দক্ষিণ বিধানসভা কেন্দ্রে চলছে ভোটপ্রক্রিয়া। প্রথমবারের নির্বাচনী প্রার্থী ভোটের দিন সকাল থেকে অপ্রতিরোধ্য তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বুথ পরিদর্শনে গিয়ে আসানসোল দক্ষিণের সোনাতরী স্কুলের বুথের দায়িত্বে থাকা পুলিশ কর্মী নিত্যানন্দ মণ্ডলের সঙ্গে বচসায় জড়ালেন সায়নী ঘোষ। তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ কানে আসতেই ঘটনাস্থলে যান তিনি। তাই নিয়েই বাক-বিতণ্ডার সূত্রপাত। সেই সময়ই ভোটের দায়িত্বে থাকা 'দাবাং' পুলিশ অফিসারকে 'দাবড়ানি' দিতে শোনা গেল সায়নী ঘোষকে।

আসানসোল দক্ষিণের সোনার তরী স্কুলের কাছে ক্যাম্প অফিসের সামনে জমায়েতের অভিযোগ উঠেছিল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। সেখানে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি সায়নী ঘোষ পৌঁছতেই পুলিশের সঙ্গে তাঁর বচসা বাঁধে। দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশের অভিযোগ, “তৃণমূলপ্রার্থীর সঙ্গে এত লোক কেন?” এই প্রশ্ন তুলেই সায়নীর উদ্দেশে জমায়েত হঠানোর নির্দেশ দেন তিনি। তৃণমূলপ্রার্থীর মুখের উপর সাফ জানিয়ে দেন, “আপনি প্রার্থী, আপনি একা কথা বলবেন। আপনার সঙ্গে এত লোক কেন? এদের হঠান, আপনার সঙ্গে পরে কথা বলব।”

থামেননি সায়নীও। তাঁর পাল্টা অভিযোগ, "আমাদের লোকেদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে, ডিসটার্ব করছে, কেনা গোলামের মতো আচরণ, পুলিশ অসভ্যতামি করছে।" কথোপকথনের মাঝেই রাগে অগ্নিশর্মা ওই পুলিশ অফিসারকে বলতে শোনা যায়, "মাই নেম ইজ এন মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, ঠিক আছে?" এরপরই মেজাজ হারান তৃণমূলের তারকা প্রার্থী। সোজাসাপটা হুঁশিয়ারি দাগেন, "এখন কিছুই বলার নেই। যা বলার ২ তারিখের পর বলব।"

ঘটনার খবর আসানসোল দক্ষিণে সায়নীর প্রতিদ্বন্দী বিজেপিপ্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কানে পৌঁছতেই ফের তিনি আক্রমণ হানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে। বললেন, "খোদ মুখ্যমন্ত্রীই যখন বারবার পুলিশকে শাসাচ্ছে, তখন তাঁর দলের প্রার্থী তো উর্দিধারীদের এসব বলবেনই!"

Agnimitra Paul asansol tmc bjp Saayoni Ghosh West Bengal Assembly Election 2021
Advertisment