Advertisment
Presenting Partner
Desktop GIF

'বাংলা আমাদেরই থাক, কোনও বহিরাগত চাই না', শেষবেলার প্রচারে 'বাঁকুড়া কাঁপালেন' তৃণমূলের সায়ন্তিকা

এপ্রিলের পয়লা তারিখেই ভোটবাক্সে ভাগ্যগণনার লড়াই তৃণমূলের তারকা প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
BIG NEWS: ভোটে হারলেও তৃণমূলে বড় পদ পেলেন 'সায়ন্তিকা', গুরুদায়িত্বে বিধায়ক 'রাজ চক্রবর্তী'

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ১ এপ্রিল রাজ্যের ৩০টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচনী (West Bengal Assembly Election 2021) প্রতিযোগীতা। রাত পোহালেই প্রচার অভিযানের ইতি ঘটবে। সংশ্লিষ্ট দফায় একদিকে যেমন ‘হাইভোল্টেজ সেন্টার’ নন্দীগ্রাম রয়েছে, অন্যদিকে রয়েছে বাঁকুড়ার মতো বিজেপি-গড়ও। যেখানে কিনা মমতা-শিবিরের একনিষ্ঠ সৈনিক হয়ে লড়াই করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। । অতঃপর এপ্রিলের পয়লা তারিখেই ভোটবাক্সে তৃমমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি সায়ন্তিকারও ভাগ্যগণনার লড়াই। তাই শেষবেলায় একমুহূর্ত সময় নষ্ট করতে চান না তৃণমূলের তারকা প্রার্থী। সেই প্রথম দিনের প্রচারের স্পিরিট এখনও ম্লান হয়নি। আগের মতোই ছুটে চলেছেন বাঁকুড়ার (Bankura) প্রত্যন্ত এলাকাগুলিতে। মুখে একটাই মন্ত্র- "পয়লা এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দিন। বাংলা আমাদেরই থাক, কোনও বহিরাগত চাই না।"

Advertisment

প্রসঙ্গত দিন কয়েক আগেই অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায় বেজায় ক্ষেপে উঠেছিলেন ঘাসফুল শিবিরের স্থানীয় ডাকসাইটে নেত্রী শম্পা দরিপা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে পদ্ম শিবিরে যোগ দেওয়ার হুমকিও দিয়েছিলেন শম্পা ও তাঁর অনুগামীরা। তবে সেই বরফ আপাতত গলেছে। প্রার্থী-বিতর্কও অতীত। আপাতত ভোট-পরীক্ষার শেষমুহূর্তের প্রচার-প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূলের তারকা প্রার্থী। বলছেন, "আগামী দিন দিচ্ছে ডাক, বাংলা আমাদেরই থাক। আমরা কোনো বহিরাগত চাই না। জয় হিন্দ, বন্দেমাতরম…।"

publive-image

উল্লেখ্য, প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই লালমাটির দেশে আদা-জল খেয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বাঁকুড়ার প্রচারসভার মঞ্চ থেকে সায়ন্তিকাকে ‘প্রিয় পাত্রী’ বলে সম্বোধন করে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। বলেন, “সায়ন্তিকা আমার প্রিয় প্রার্থী। ওকে ভোট দিলে ভুল করবেন না।” এবার সেই শেষবেলাতে তৃণমূল সুপ্রিমোর হয়ে বাংলায় ফের জোড়াফুল ফোটানোর হ্যট্রিকের দাবিতে বাঁকুড়াবাসীর কাছে করজোরে ভোটপ্রার্থনা করলেন সায়ন্তিকা।

tmc Mamata Banerjee Sayantika Banerjee Bankura West Bengal Assembly Election 2021
Advertisment