প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই চণ্ডীপুর (Chandipur) বিধানসভা কেন্দ্রের মাটি কামড়ে পড়েছিলেন যুব তৃণমূল (TMC) কংগ্রেসের সহ-সভাপতি তথা সংশ্লিষ্ট কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী (Soham Chakraborty) । রাত-দিন এক করে নাওয়া-খাওয়া ভুলে ভোট প্রচারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন অভিনেতা। যার জেরে উপস্থিত থাকতে পারেননি ছেলের জন্মদিনেও। তবে ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে এহেন ব্যস্ততার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন সোহম চক্রবর্তী। সূত্রের খবর, সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত তিনি। আপাতত হাসপাতালে ভর্তি তৃণমূলের তারকা প্রার্থী।
আগামী ১ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে। যার জন্য প্রচারের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছিলেন অভিনেতা। কারণ, হাতে আর মাত্র কয়েকটা দিন। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়লেন সোহম। হাসপাতালে ভর্তি। কবে ছাড়া হবে, এখনও চিকিৎসকরা জানাননি। অতঃপর তাঁর প্রচারে থাকা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটপ্রচারের আগে, পুত্র-সম সোহমের খোঁজ নিয়ে চলেছেন।
সোহম চক্রবর্তীর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কোনও সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, বাংলায় জোড়াফুল ফোটানের হ্যাট্রিকের লড়াইয়ে বেশ কোমর বেঁধেই নেমেছিলেন সোহম। কিন্তু ভোটের মুখে অন্তরায় হয়ে উঠল সোয়াইন ফ্লু। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে নির্বাচনী প্রচারের মাঝেই বলেছিলেন, "নন্দীগ্রামের পাশের কেন্দ্র হল চণ্ডীপুর। নন্দীগ্রাম থেকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। দলনেত্রী তাঁর পাশে রয়েছেন। তাই এতটুকু ভয় পাচ্ছেন না তিনি। মনে বল, ভরসা সব রয়েছে।" এবার সুস্থ হয়ে ফের তাঁর ভোটের ময়দানে নামার অপেক্ষায় রয়েছেন তৃণমূলের সতীর্থরা।