Advertisment

তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত চণ্ডীপুর, সোহম চক্রবর্তীকে ধাক্কা, গাড়ি ভাঙচুর! 'কাঠগড়ায়' পদ্ম শিবির

সকাল থেকেই উত্তপ্ত চণ্ডীপুর। সোহমকে দেখে জয় শ্রীরাম স্লোগান। বুথ পরিদর্শনে যাওয়ার পথে তৃণমূলের তারকা প্রার্থীকে ধাক্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
soham

চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের কাদুয়া ৪৯ নং বুথ এলাকায় পরিদর্শনে গিয়েও গেরুয়া বাহিনীর ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের তারকা প্রার্থীকে। সোহমকে ধাক্কা মারার অভিযোগও উঠেছে। ঘাসফুল শিবির কর্মী-সমর্থদকদের মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

Advertisment
publive-image

রাজ্যে দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election 2021)। মোট ৩০টি আসনে ভোটগ্রহণ হবে আজ। সকাল থেকেই বেশ কিছু কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিশেষত, তৃণমূল-বিজেপির খণ্ডযুদ্ধে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর (Chandipur)। আজ ভোটবাক্সে সোহম চক্রবর্তীর ভাগ্যগণনার লড়াই। তাই সকাল সকালই বেরিয়ে পরেছেন নিজস্ব কেন্দ্রের প্রত্যেক বুথের হাল-হকিকত জানতে। সকাল নাগাদই মহম্মদবাজারের কাছে বুথ পরিদর্শন করতে গিয়ে তৃণমূল প্রার্থীকে ঘিরে গেরুয়া বাহিনী ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলে। ঘটনায় মেজাজ হারান ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী। এবার বেলা নাগাদ কাদুয়ার বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষে ধাক্কা খেতে হল সোহমকে। অভিযোগের তীর বিজেপির দিকেই।

publive-image

প্রসঙ্গত, সোহম চক্রবর্তীর এজেন্ট শেখ আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয় কাদুয়া ৪৯ নম্বর বুথে যাওয়ার পথে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগও উঠেছে বিজেপি বিরুদ্ধে। অন্যদিকে, ভগবানপুরের মহম্মদপুর ১ এর সেকবাডের ২৭ নং বুথে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল।

প্রসঙ্গত তৃণমূলের তারকা প্রার্থীর বিরুদ্ধে চণ্ডীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী পুলককান্তি গুড়িয়া। অন্যদিকে, সংযুক্ত মোর্চা বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট লড়ছেন সিপিএমের আশিস গুছাইত। চণ্ডীপুরে শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে ২মে নির্বাচনী মার্কসিটেই।

Soham Chakraborty Chandipur bjp tmc West Bengal Assembly Election 2021
Advertisment