Advertisment
Presenting Partner
Desktop GIF

বুথের ১০০ মিটারের মধ্যে 'বিজেপির প্রতীক' নিয়ে ঘুরছেন! 'বিধিভঙ্গের অভিযোগ' হিরণের বিরুদ্ধে

১ লক্ষ ভোটে জেতার পরিকল্পনা রয়েছে, বুথ পরিদর্শনের মাঝেই 'হুঁশিয়ারি' খড়গপুরের বিজেপিপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
hiran

রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) পয়লা এপ্রিল ভোটবাক্সে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiraan Chatterjee) ভাগ্যগণনার পরীক্ষা। দিলীপ ঘোষ-গড় খড়গপুর সদর কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন 'তৃণমূল-ছুট' নেতা। সংশ্লিষ্ট কেন্দ্রে প্রতিপক্ষ 'ভূমিপুত্র' প্রদীপ সরকার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী। খড়গপুরের পালে পদ্ম-হাওয়া লাগলেও প্রদীপের বিরুদ্ধে লড়াইটা কঠিন হিরণের জন্য। অতঃপর ভোটের দিন সকালবেলাই দুর্গা মন্দিরে পুজো দিয়ে এলাকার বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন হিরণ্ময় চট্টোপাধ্যায়। আর সেখানেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। রাজ্যের শাসক দলের অভিযোগ, হিরণ খড়গপুরের বিভিন্ন বুথের ১০০ মিটারের মধ্যে দলীয় প্রতীক নিয়ে ঘোরাফেরা করছেন। পদ্ম-প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, সকাল থেকেই ভোটারদের প্রভাবিত করতে ময়দানে নেমে পড়েছেন তিনি।

Advertisment

অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে খড়গপুরের (Kharagpur) মানুষদের মাংস-ভাত খাইয়ে, টাকা বিলি করে ভোটারদের কেনার অভিযোগ তুলেছেন হিরণ। তাঁর দাবি, "প্যান্ডেল করে মাংস-ভাত খাইয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে বিরোধী দল। গতকাল সন্ধে থেকে তৃণমূলের গুণ্ডারা বেরিয়ে পড়েছিল। ওয়ার্ডে ওয়ার্ডে, বুথে বুথে তারা লোডশেডিং করে টাকা লেনদেন করেছে। ভয় দেখিয়ে সারা রাত ধরে সন্ত্রাস করেছে বিরোধীদল। ঘরে ঘরে গিয়ে মানুষকে ধমকেছে।"

পাল্টা তৃণমূলের (TMC) অভিযোগ, হিরণের নেতৃত্বে আরপিএফকে ব্যবহার করে খড়গপুরের বস্তিতে বস্তিতে ভয় দেখাচ্ছে বিজেপি। উপরন্তু অর্জুন সিংয়ের মদতে খড়গপুরের বিভিন্ন হোটেলে বহিরাগতরা ঝামেলা বাঁধানোর জন্য ভীড় জমিয়েছেন বলেও অভিযোগ জানিয়েছে মমতা শিবির।

প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই খড়গপুরের স্পর্শকাতর বুথগুলি পরিদর্শনে যান হিরণ। ভোটদাতারা যাতে শান্তিতে ভোট দিতে পারেন, সেই আশ্বাস দিতেই কেন্দ্রের বিভিন্ন এলাকায় পৌঁছে যান তিনি ভোটের দিন। আর তাতেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে। তবে, জেতার বিষয়ে বেজায় আত্মবিশ্বাসী তিনি। বুথ পরিদর্শনের মাঝেই বললেন, "১ লক্ষ ভোটে জেতার পরিকল্পনা রয়েছে।"

tmc bjp Hiran Chatterjee West Bengal Assembly Election 2021 Kharagpur
Advertisment