ভোটের ময়দানে প্রতিশ্রুতি দিয়েছিলেন আসানসোল (Asansol) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষদের পাশে থাকবেন। হেরে গিয়েও সেই প্রতিশ্রুতি ভোলেননি। অতিমারীর এই চরম দিনে পৌঁছে গেলেন সেখানে। কচিকাঁচাদের হাতে তুলে দিলেন 'জরুরি' সামগ্রী। সায়নী ঘোষের (Saayoni Ghosh) মানবিকতায় মুগ্ধ আসানসোলবাসীরা।
বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীপাহাড়ি, কোড়াপাড়া, কাকরডাঙ্গা এলাকায় গিয়েছিলেন তৃণমূলের (TMC) তারকানেত্রী। একেবারে নিজের সাধ্যমতোই এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু ত্রাণ সামগ্রী বিলি করলেন। সেই তালিকায় রয়েছে মাস্ক, স্যানিটাইজারের মতো অত্যাবশকীয় পণ্য। তবে এই কাঠফাঁটা রোদ আর বৃষ্টিতে পড়ুয়াদের কষ্টের কথাও মাথায় রেখেছেন তিনি। তাই তাদের হাতে তুলে দিলেন রং-বাহারি ছাতা। ভবিষ্যতেও আসানসোলবাসীর সমস্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সায়নী ঘোষ। পাশাপাশি সাধারণ মানুষও যাতে এই কঠিন পরিস্থিতিতে একে অপরের উদ্দেশে সাহায্যের হাত বাড়ান, সেই আবেদনও রেখেছেন অভিনেত্রী।
একুশের বিধানসভা ভোটের আগে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেছেন সায়নী। তৃণমূলে যোগ দিয়েই নির্বাচনী টিকিট পেয়েছিলেন। ভোটের ময়দানে তাঁর কসরত দেখে খোদ তৃণমূল সুপ্রিমোর তরফে দরাজ সার্টিফিকেট পেয়েছেন। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটবাক্সে পিছিয়ে থাকা তৃণমূলকে অনেকটাই এগিয়ে নিয়ে এসেছেন নিজের পরিশ্রমে। তবুও পরাজিত হয়েছেন। তবে হেরে গেলেও থেমে থাকেনি তাঁর 'স্ট্রিটফাইটার' স্পিরিট। আজও পৌঁছে গিয়েছেন আসানসোলের দুর্গম এলাকাগুলিতে ত্রাণসামগ্রী নিয়ে।