Advertisment

সোনারপুরে দীর্ঘদিনের 'জলকষ্ট', 'বিধায়ক' হয়েই 'মুশকিল আসান' লাভলির

যত দিন না স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়, ততদিন পর্যন্ত এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন লাভলি ওরফে অরুন্ধতী মৈত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
lovely maitra

ভোটে জিতে তারকা প্রতিনিধিরা নাকি ময়দান থেকে উধাও হয়ে যান! খোঁটা শুনতে হয়েছিল লাভলি মৈত্রকেও (Lovely Maitra)। তবে বিধায়ক হয়ে সোনারপুর (Sonarpur) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষদের সমস্যার কথা ভুলে যাননি তিনি। কথা দিয়েছিলেন, আমজনতার সুখ-দুঃখের ভাগীদার হবেন। কথা রেখেছেন। বিধায়ক হয়েই অতিমারী (Pandemic) মোকাবিলায় পথে নেমেছেন। সম্প্রতি মাস্ক-স্যানিটাইজার বিলি করে কোভিড সচেতনা বাড়াতেও দেখা গিয়েছিল লাভলি মৈত্রকে। উপরন্তু 'নার্স ডে'-তেও সোনারপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন তিনি। নব-নির্বাচিত তারকা বিধায়ক এবার এলাকার দীর্ঘদিনের জলের কষ্ট মেটাতে মাঠে নামলেন।

Advertisment

জলের সমস্যার কারণেই নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন লাভলি মৈত্র। সেই সময়েই মমতা সৈনিক হিসেবে তাঁকে প্রতিশ্রুতি দিতে শোনা গিয়েছিল যে, জিতে এলে জলের সমস্যার সমাধানে করবেন। বিধায়ক হয়েও সেই প্রতিশ্রুতি ভোলেননি। সেইমতোই ময়দানে নেমে পড়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র ৷

কালিকাপুর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন। সেই বাম জমানায় জলের পাইপলাইন চালু করা হলেও বিগত দশ বছরে এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে জলের চাহিদা বাড়লেও পরিকাঠামো না-বাড়ায় অনেকেই পানীয় জলটুকু পাচ্ছেন না। উপরন্তু অনেক জায়গা থেকেই আবার জল চুরি হচ্ছে বলেও অভিযোগ ৷ যার জেরে ভুগতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এমতাবস্থায় অনেককে জল কিনেই খেতে হচ্ছে। সেই সমস্যার সমাধান করতেই পিএইচই আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক লাভলি।

সংশ্লিষ্ট বৈঠকে পানীয় জলের পরিকাঠামোর উন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যত দিন না স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়, ততদিন পর্যন্ত এলাকায় পানীয় জলের গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন লাভলি ওরফে অরুন্ধতী মৈত্র।

Lovely Maitra West Bengal Assembly Election 2021 tmc
Advertisment