ভোটে জিতে তারকা প্রতিনিধিরা নাকি ময়দান থেকে উধাও হয়ে যান! খোঁটা শুনতে হয়েছিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী লাভলি মৈত্রকেও (Lovely Maitra)। তবে বিধায়ক হয়ে সোনারপুর (Sonarpur) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষদের সমস্যার কথা ভুলে যাননি তিনি। কথা দিয়েছিলেন, আমজনতার সুখ-দুঃখের ভাগীদার হবেন। কথা রেখেছেন। বিধায়ক হয়েই অতিমারী (Pandemic) মোকাবিলায় পথে নেমেছেন। নিজস্ব কেন্দ্রের বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে মাস্ক-স্যানিটাইজার বিলি করে যেমন কোভিড সচেতনা বাড়াচ্ছেন, আবার এই অতিমারীর আকালে মুমূর্ষু রোগীর দুয়ারে অক্সিজেনের জোগান দিতেও বদ্ধপরিকর লাভলি মৈত্র।
এই চরম পরিস্থিতিতে অনেক হাসপাতালেই বেডের অভাব, অক্সিজেনের হাহাকার। অনেকক্ষেত্রেই শরীরে অক্সিজেনের মাত্রা নেমে যাওয়ায় কোভিড রোগীর পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠছে, আবার কখনও বা তাদের কাউকে বাঁচানোও সম্ভবপর হয়ে উঠছে না। রোগীর আত্মীয়-স্বজনরাও হন্যে হয়ে খুঁজে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে পারছেন না। এমতাবস্থায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তৃণমূলের তারকা বিধায়ক লাভলিকেও এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল। চালু করলেন 'দুয়ারে অক্সিজেন' পরিষেবা।
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কোনও কোভিড রোগীর অক্সিজেনের দরকার পড়লে, হেল্প লাইনে যোগাযোগ করে ঠিকানা দিলেই হবে, বাড়ির দুয়ারে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। কোন নম্বরে ফোন করতে হবে, সেসবও বিশদে জানিয়ে দিয়েছেন তারকা বিধায়ক। পাশাপাশি লাভলির বার্তা, "করোনায় আক্রান্ত মানুষদের জন্য এবার সোনারপুরে 'দুয়ারে অক্সিজেন' পরিষেবা চালু হল। সকলে সাবধানে থাকুন, এ লড়াই আমাদের জিততে-ই হবে।"
দিন কয়েক আগেই লোকলয়ের জলকষ্ট দূরীকরণে ময়দানে নেমেছিলেন। এবার অতিমারী মোকাবিলায় একের পর এক উদ্যোগ লাভলির। নব নির্বাচিত বিধায়কের ভূমিকায় খুশি সোনারপুর দক্ষিণের মানুষজন।