/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/dev.jpg)
অতিমারীর বাড়বাড়ন্তে আর কোনও প্রচার করবেন না, সাফ জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। পাশাপাশি, মাস্ক পরে আত্মনির্ভর হওয়ার পরামর্শও দিলেন।
ভোটের (West Bengal Assembly Election 2021) রঙ্গমঞ্চে করোনা (Covid-19) কোন ছাড়! মাস্ক পরার বালাই নেই। কোভিড সুরক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়েই রমরমিয়ে চলছে ভোটের প্রচার। নির্বাচন কমিশনের কোপে অবশ্য তাতে বর্তমানে কাটছাঁট হয়েছে। তবে তাতেও থেমে থাকেনি নির্বাচনী প্রক্রিয়া। ওদিকে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ আন্তর্জাতিক বেড়াজাল টপকে ভারতে তথা রাজ্যেও প্রবেশ করেছে। নিত্যদিন হু-হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও ভাঁজ ফেলেছে স্বাস্থ্যবিদদের কপালে। রাজ্যে করোনা সংক্রমণের এমন চরম পরিস্থিতির মাঝেই ভোট-রাজনীতি নিয়ে কটুক্তি করলেন দেব (Dev)। রাজনীতিকদের পর এবার টুইটে আত্মনির্ভর হওয়ার খোঁচা দিলেন তৃণমূলের তারকা সাংসদ।
প্রসঙ্গত, করোনা আবহে দেব তাঁর বাকি সব রাজনৈতিক জনসভা বাতিল করে দিলেন। সাংসদ টুইটে জানিয়েছেন, "মাস্ক না পরে অযথা বাড়ির বাইরে বের হবেন না। অবশ্য আপনি যদি রাজনৈতিক নেতা না হন, তাহলেই। তার কারণ আপনারা জানেন। এবার অবশেষে প্রকৃত অর্থে আত্মনির্ভর হয়ে ওঠার সময় এসেছে।" পাশাপাশি আবার ব্র্যাকেটে এও উল্লেখ করে দিয়েছিলেন, "খোঁচা দিইনি। এটাই রূঢ় বাস্তব। নিজের জীবন নিজে বাঁচান।"