সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোলড হওয়া নতুন কিছু নয়। তাঁদের যে কোনওরকম পদক্ষেপের উপরই কড়া নজর থাকে নেটিজেনদের। স্বাভাবিকবশতই এর অন্যথা হয়নি নুসরত জাহানের (Nusrat Jahan) ক্ষেত্রেও। প্রায়ই উড়ে আসে কটাক্ষ শব্দবাণ। এবার সাংসদ-অভিনেত্রীর দিকে সেরকমই এক মন্তব্যবাণ উড়ে এল। তাঁকে কটাক্ষ করে জনৈক নেটিজেনের বক্তব্য, "শুধু ফটো শুট করলেই হবে দিদি? কাজও করুন কিছু।" সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলের শিকার সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।
সম্প্রতি স্বামী নিখিল জাহানের পোশাকের ব্র্যান্ড রঙ্গোলির জন্য এক বিশেষ ফটো শুট করেছেন নুসরত জাহান। সেই ভিডিওই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই উড়ে এসেছে এমন মন্তব্য যে, "শুধু ফটো শুট করলেই হবে দিদি? কাজও করুন কিছু। বসিরহাটের লোকজন তো আপনার টিকিটিও খুঁজে পাচ্ছে না মাস কয়েক ধরে!" যদিও সাংসদ তথা অভিনেত্রী নেটিজেনের এমন মন্তব্যের কোনও উত্তর দেননি।
সাংসদ হওয়ার পর থেকেই একাধিকবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে কোনও দিনই ট্রোলের শিকার হলেও মুখ খোলেননি নুসরত। এবারও তার অন্যথা হয়নি। কারণ তিনি কাজে বিশ্বাসী। দিন কয়েক আগেই 'দুয়ারে দুয়ারে' কর্মসূচি উপলক্ষে নিজের সংসদীয় এলাকায় গিয়েছিলেন নুসরত। বসিরহাটের মানুষজন ঠিকঠাক সরকারি সাহায্য পাচ্ছেন কিনা সেই খোঁজ নিয়েছেন। সমস্ত রকম সরকারি পরিষেবা সম্পর্কে অবগত করেছেন তাঁদের। ট্রোল নিয়ে মুখে কোনওরকম মন্তব্য না করলেও সাংসদ অভিনেত্রী নুসরত জাহান তাঁর কাজের মধ্য দিয়েই সবসময়ে এর যোগ্য জবাব দিয়ে এসেছেন।