Advertisment
Presenting Partner
Desktop GIF

'সান্তা' সাংসদ, বড়দিনে দুস্থদের শীতবস্ত্র ও বিশেষভাবে সক্ষমদের হুইলচেয়ার বিতরণ মিমির

তারকা হয়েও মিমি যে মানুষের কাছাকাছিই রয়েছেন আবারও বুঝিয়ে দিলেন সেকথা।

author-image
IE Bangla Web Desk
New Update
mimi

তারকা বলে কথা। তাই সাংসদ হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে নিজস্ব সংসদীয় কেন্দ্রে আর তাঁর পায়ের ধূলো পড়বে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। উঠেছিল নানা অভিযোগও। ‘শুধুমাত্র পুজো আসলেই ফিতে কাটার অনুষ্ঠানে দেখা মেলে তাঁদের’ সাধারণত, এমন চিন্তাধারাই পোষণ করেন অনেকে। ঠিক এমনটাই ভেবেছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর সম্পর্কেও। তবে সেসমস্ত ধ্যান-ধারণা ইতিমধ্যেই বদলে দিয়েছেন যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তিনি যে মানুষের কাছাকাছিই রয়েছেন আবারও বুঝিয়ে দিলেন সেকথা। বড়দিন উপলক্ষে দুস্থদের শীতবস্ত্র ও শারীরিকভাবে বিশেষক্ষমতা সম্পন্নদের হুইলচেয়ার উপহার দিলেন মিমি চক্রবর্তী।

Advertisment

লকডাউনের সময় দুস্থদের যথাসাধ্য সাহায্য করেছেন। নিজস্ব সংসদীয় এলাকার মানুষজনদের সুযোগ-সুবিধের দিকে নজর দিয়েছেন। খাইয়েছেন পথকুকুরদেরও। যখন যেভাবে পেরেছেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন নিজের সাধ্যমতো। সাংসদ-নায়িকার এমন মানবিকতায় মুগ্ধ অনুরাগীরা। এবার ফের একবার এগিয়ে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এলেন দুস্থের পাশে দাঁড়ানোর জন্য। বড়দিন উপলক্ষে সোনারপুর উৎসব কমিটির পরিচালনায় ও শিমুলতলা অগ্রগামী-র সহযোগিতায় শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ করলেন মিমি। এদিন শিমুলতলা অগ্রগামী ফিটনেস ক্যাম্পের উদ্বোধনও হয়।

দিন দুয়েক আগেই এক প্রতিবন্ধী তরুণের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সাংসদ-অভিনেত্রী। উপরন্তু একুশের নির্বাচনের আগে মন দিয়ে 'দুয়ারে সরকার'-এর ক্যাম্পেনও করেছেন। শুটিং, ব্যক্তিগত কাজের পাশাপাশি নিজের সংসদীয় এলাকার মানুষদের অভাব-অভিযোগের খোঁজও যে মিমি রাখেন, তা বলাই বাহুল্য।

Mimi Chakraborty
Advertisment