Advertisment
Presenting Partner
Desktop GIF

চোখ রাঙাচ্ছে 'ইয়াস'! সাবধানে থাকার 'গাইডলাইন' দিলেন সাংসদ মিমি-নুসরত

মিমির মন্তব্য, "সেরকম ক্ষয়ক্ষতি হলে সকালেই পথে নামব।" বসিরহাটের সাংসদ নুসরত বললেন, "সমস্যায় পড়লে অতি সত্ত্বর বসিরহাটের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।"

author-image
IE Bangla Web Desk
New Update
mimi-nusrat1

শিয়রে চোখ রাঙাচ্ছে সাইক্লোন 'ইয়াস'। ভীত-সন্ত্রস্ত সাধারণ মানুষ। একে ‘সুপার স্প্রেডার’ করোনা, আবার গোদের উপর বিষফোঁড়ার মতো ঘূর্ণীঝড়। গতবার লকডাউনে আম্ফানের স্মৃতি এখনও উপকূল অঞ্চলের মানুষের মনে তরতাজা। ক্ষত সারেনি আজও। ঘর-বাড়ি, চাষের জমি খুইয়েছে সর্বহারা। এবার ফের বছর ঘুরতে না ঘুরতেই আরও এক ঘূর্ণীঝড়ের তাণ্ডবের অশনিসংকেত! রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ‘ইয়াস’ (Yaas) মোকাবিলায় অতি তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে নিজস্ব কেন্দ্রের মানুষদের সুরক্ষিত রাখতে অতন্দ্রপ্রহরীর মতো জাগছেন দেব, সোহমরা। সেই তালিকা থেকে বাদ গেলেন না তৃণমূলের দুই সাংসদ অভিনেত্রীও। এই কঠিন সময়ে সতর্কতা অবলম্বন করে সাবধানে থাকার বার্তা দিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহান (Nusrat Jahan)।

Advertisment

দুই সাংসদ-নায়িকারই মন্তব্য, কোনও রকম গুজবে কান দেবেন না। সতর্ক থাকুন। এবং সাবধানতা অবলম্বন করুন। গতবার লকডাউনে আম্ফানের দাপটের পর নিজে রাস্তায় নেমে তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে গাছ পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলেন মিমি। এবারও তার অন্যথা হবে না বলে জানিয়েছেন সাংসদ। তাঁর মন্তব্য, "সেরকম ক্ষয়ক্ষতি হলে সকালেই পথে নামব।"

বসিরহাটের সাংসদ নুসরত বললেন, "মোবাইল, ইমার্জেন্সি লাইট সব চার্জ দিয়ে রাখুন। যদি মনে করেন আপনি দুর্যোগ কবলিত এলাকায় রয়েছেন কিংবা আপনার বাড়ির কোনও ক্ষতি হতে পারে, তাহলে অতি সত্ত্বর বসিরহাটের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। রাজ্য সরকারের তরফে আয়োজিত ত্রাণশিবিরগুলিতে গোটা পরিবার-সহ চলে আসুন। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন।"

যাদবপুরের সাংসদ মিমি সতর্কতা অবলম্বনের জন্য একটি গাইডলাইনও শেয়ার করেছেন। ঘূর্ণীঝড়ের আগে কিংবা সেই সময়ে কী কী মেনে চলতে হবে, সেই সম্পর্কে নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন।

tmc West Bengal Nusrat Jahan Mimi Chakraborty Yaash Cyclone
Advertisment