/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/nusrat.jpg)
নিখিল জনৈর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী-সাংসদ।
সম্প্রতি শেষ হয়েছে ১৭ তম লোকসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাসও ছিলেন বসিরহাটের এই প্রার্থী। নিরাশ করেননি মুখ্যমন্ত্রীকে। এবারে তিনিই পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচিত সাংসদ যাঁর সবথেকে বেশি ভোটে জেতার রেকর্ড রয়েছে। ভোটের ব্যবধান ছিল ৩ লক্ষ ৫০ হাজার ৩৬৯। রাজনীতির প্রথমার্ধেই ছক্কা হাঁকিয়েছেন। শোনা যাচ্ছে জীবনের দ্বিতীয় ইনিংসে পা দিতে চলেছেন নুসরত জাহান। জুন মাসেই নাকি বিয়ে করছেন নায়িকা। পাত্র, অনেকদিনের ব্যবসায়ী বন্ধু নিখিল জৈন। জল্পনা ডেস্টিনেশন ওয়েডিংয়ে ইস্তানবুল উড়ে যাবেন তারা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/nusrat-feature.jpg)
পেশায় ব্যবসায়ী নিখিল জৈনের টলিউডের সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ নেই। তবে কাজের সূত্রেই তাদের আলাপ।ভোটে জিতে আজমের শরিফে গিয়েছেন প্রার্থনা করতে। নিয়ম নিষ্ঠাভরে বসিরহাটের মানুষের জন্য যাতে কাজ করতে পারেন সেই দোয়া চেয়েছেন। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন।
View this post on InstagramSeeking blessings at The Khwaja Gareeb Nawaz - Ajmer Sharif Dargah today
A post shared by Nusrat (@nusratchirps) on
আরও পড়ুন, মধ্যরাতেই প্রসেনজিৎকে চিঠি? সোশ্য়াল মিডিয়ায় ছড়াল রানা সরকারের ইমেল
সম্প্রতি ইনস্টাগ্রামে এনগেজমেন্টের আংটি পরিহিত একটি ছবিও দিয়েছেন নুসরত, সঙ্গে লিখেছেন, ''বাস্তব যখন স্বপ্নের চেয়েও সুন্দর...''। নীচে রইল সেই পোস্টের ছবি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/inside-13.jpg)
বিদেশেই বিয়ে করার ইচ্ছা নাকি নায়িকার। ইতিমধ্যে ইস্তাম্বুল পাঁচতারা হোটেলে বুকিংও সারা হয়ে গিয়েছে বলেই খবর। ১৯ জুন থেকে ২১ জুন, দিন তিনেকের জন্যই নাকি বুক করা হয়েছে হোটেল। তবে পাত্র কলকাতারই ছেলে। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর বিদেশে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেছেন নিখিল।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/nikhil-jain.jpg)
সূত্রের খবর ইতিমধ্যেই আত্মীয় পরিজনদের কাছে নাকি পৌঁছে গিয়েছে নিমন্ত্রন পত্র।চারহাত এক হবে বলে কথা, চরম ব্যস্ততা নাকি নায়িকার পার্কসার্কাসের ব্রড স্ট্রিটের বাড়িতে। এদিকে সামনেই নুসরতের গন্তব্য দিল্লি। বিয়ে-রাজনীতি-সিনেমা সব মিলিয়ে চরম ব্যস্ততায় সাংসদ নুসরত জাহান।