বুধবার সকালেই দেব অধিকারীর করোনায় আক্রান্ত হওয়ার খবর চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। দেব (Dev) শুধু একা নন, বান্ধবী রুক্মিনী মৈত্রর (Rukmini Maitra) শরীরেও নাকি থাবা বসিয়েছে করোনা (Covid-19)। টলিপাড়ার অন্দরে যখন জোর শোরগোল, হইচই রাজনৈতিক মহলেও, ঠিক তখনই মুখ খুললেন ঘাটালের তারকা সাংসদ দেব।
সত্যিই কি কোভিডে আক্রান্ত দেব নাকি এটা শুধুই রটনা? বুধবার সকালে এই প্রশ্ন যখন তুঙ্গে, তখনই সাংসদ-অভিনেতা জানিয়ে দিলেন, "আমি কোভিডে আক্রান্ত নই। আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার খবর রটনা মাত্র। আজ সকালেই RT-PCR করিয়েছি। রাতে রিপোর্ট পাব হাতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত চিন্তা করার জন্য। তবে হ্যাঁ, একটা বিষয় নিশ্চিত করতে চাই সিনেমা, মেলা-মিছিল, জন সমাবেশ সব অপেক্ষা করতে পারে। প্রিয়জনদের খেয়াল রাখুন। আর মাস্ক পরুন। আমরা খুব শিগিগিরিই এই পরিস্থিতি থেকে বের হব।"
<আরও পড়ুন: ডবল ভ্যাকসিন নিয়েও দ্বিতীয়বার করোনা আক্রান্ত কবি শ্রীজাত, বাড়ছে উদ্বেগ>
তবে দেবের তরফে বিবৃতি পাওয়া গেলেও, এপ্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি রুক্মিনী মৈত্র। প্রসঙ্গত, গতবছরন 'সনক'-এর শুটের সময় মুম্বইতে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী।
উল্লেখ্য, গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা (Covid Cases in Kolkata) সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণের এহেন বাড়বাড়ন্তের নেপথ্যে দায়ী করা হচ্ছে। কোভিড থাবা বসিয়েছে তারকাদের শরীরেও। বলিউডে যেমন নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে, করোনার তৃতীয় কোপ থেকে বাদ যায়নি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিও। সৃজিত, পার্ণো, শ্রীজাতর পর এবার কোভিড থাবা বসিয়েছে টলিউডের তারকাদম্পতি রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) শরীরেও। এরপরই দেব-রুক্মিনীর করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ মুখ খুলতে বাধ্য হন তৃণমূলের তারকা-সাংসদ দেব।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন