রামপুরহাট 'গণহত্যা' নিয়ে উত্তাল রাজ্য। অগ্নিকাণ্ডে শিশু, মহিলা-সহ মৃত্যু হয়েছে একাধিক মানুষের। রাজনৈতিক অভিসন্ধি না ষড়যন্ত্র? প্রশ্নে তোলপাড় সভ্যসমাজ। রাজ্যের শাসক দলের ভূমিকা নিয়েও তোপ দেগেছে বিরোধী শিবির। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের খুনের বদলা নিতেই আগুনে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। এহেন নৃশংস কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে হাইকোর্টেও। অগ্নিকাণ্ডের তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। এবার সেই বগটুই অগ্নিকাণ্ডে গণহত্যা নিয়ে নিয়েই মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তাঁর মন্তব্য, "পুলিশ প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত।"
দেব বলেন, "রামপুরহাটের বগটুইতে যা ঘটেছে, তা কখনোই কাম্য নয়। এতে বাংলার নাম খারাপ হচ্ছে। ক্ষমতার নেশায় যেন কখনও এমন না হয় যে, মানুষ মানুষকে চিনতে না পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ যেভাবে বোমা-বন্দুক উদ্ধার করেছে, তা একদিকে ভাল। তবে পুলিশ প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত। যাতে ভবিষ্যতে এমন কোনও ঘটনা আর না ঘটে।"
<আরও পড়ুন: ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল Indigo, ‘সকলের জন্য প্রতিবাদ করেছি’ ট্রোলারদের জবাব নায়িকার>
এখানেই অবশ্য থামেননি তারকা সাংসদ। কলেজ পড়ুয়াদের উদ্দেশেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তাঁর কথায়, কলেজটা পড়াশোনা জায়গা। রাজনীতির জায়গা না। আমি চাই, কলেজে রাজনীতি কম, পড়াশোনা বেশি হোক। বন্ধুত্ব অটুট থাকুক। মনুষ্যত্ব বেঁচে থাকুক। সেই রাজনীতিতে আমি বিশ্বাস করি না, যেখানে অন্য কোনও রাজনৈতিক দলকে কেউ সমর্থন করলে, তাঁর সঙ্গে আর বন্ধুত্ব রাখা যাবে না এমন ধরণের মানসিকতা থাকুক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নিজস্ব সংসদীয় কেন্দ্র ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গিয়েছিলেন দেব। সেখানেই বগটুই কাণ্ডে মুখ খোলেন সাংসদ-অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন