Advertisment
Presenting Partner
Desktop GIF

'বিজেপি শাসিত রাজ্যে মা-বোনেদের অবস্থা দেখুন', ভোটপ্রচারে গিয়ে গর্জে উঠলেন দেব

বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ। সেখানেই গেরুয়া শিবিরকে তোপ দাগলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
dev

একদিকে যখন বাংলায় মেয়েদের সুরক্ষা নিয়ে তৃণমূলকে শাসাচ্ছে বিজেপি, ঠিক সেই প্রেক্ষিতেই এবার পাল্টা উত্তর কষালেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)। অভিনেতার সাফ কথা, "বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে একবার দেখুন তো মা-বোনেদের কী পরিস্থিতি! বাংলায় মেয়েরা সবথেকে বেশি সুরক্ষিত।"

Advertisment

বৃহস্পতিবার বাঁকুড়ার (Bankura) রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডির হয়ে প্রচারে গিয়েছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনে জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন রাখেন তিনি। সেখানেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণাত্মক সুর শোনা যায় তাঁর গলায়।

জল্পনার অবসান ঘটিয়ে গত রবিবারই একুশের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন দেব। দোষারোপ কিংবা কাদা ছোঁড়াছুড়ির রাজনীতিতে তিনি বিশ্বাসী নন বটে! তবে এবার ভোটপ্রচারের ময়দানে নেমে কিন্তু বিজেপিকে (BJP) বিঁধতে ছাড়ছেন না তৃণমূলের তারকা সাংসদ। বৃহস্পতিবার বাঁকুড়ায় ঘাসফুল শিবিরের হয়ে প্রচারের মাঝেই প্রতিপক্ষ গেরুয়া-বাহিনীর উদ্দেশে কড়া হুঁশিয়ারি দাগলেন দেব। সাফ জানিয়ে দিলেন, “যারা ধর্ম নিয়ে খেলে, বাংলায় তাদের খেলা শেষ হবে। বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই।”

প্রসঙ্গত, গেরুয়া শিবিরের মেরুকরণের রাজনীতি নিয়ে এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন তারকা-সাংসদ দেব। তবে বিরোধী পক্ষের প্রতি কোনওদিনই কড়া ভাষার প্রয়োগ করেননি। কিন্তু এবার রীতিমতো তোপ দাগলেন প্রচারের মঞ্চে। তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করেই দেবের সাফ মন্তব্য, "যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করে। হিন্দু-মুসলিমের নীরিখে ভোট ভাগ করে, এবার তাঁদের খেলা শেষ হবে। বাংলার মানুষ যাতে ভাল থাকে, সুরক্ষিত থাকে, এবার সেই খেলা হবে।" তৃণমূলের তারকা সাংসদের কথায়, "যাঁরা বাংলাকে উন্নয়নের পথে নিয়ে যাবে। তাঁরাই খেলবে এবার।" বুধবার পশ্চিম মেদিনীপুরের (Medinipur) দাঁতন বিধানসভার তুরকা গ্রামে তৃণমূল (TMC) কংগ্রেস প্রার্থী বিক্রমচন্দ্র প্রধানের হয়ে প্রচারে গিয়েও বিজেপির সোনার বাংলা গড়ার স্লোগান নিয়ে ঝাঁজালো মন্তব্য করেছিলেন দেব।

tmc bjp Dev West Bengal Assembly Election 2021
Advertisment