/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/dev1.jpg)
অবশেষে জল্পনার অবসান। ভোটের ময়দানে প্রচারে নামছেন তৃণমূলের তারকা সাংসদ দেব। একুশের ভোটযুদ্ধে যেখানে 'দলবদলু' নেতা-মন্ত্রীদের মুখের ভীড়, সেখানে তিনি যে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক-ই রয়েছেন, আবারও তার প্রমাণ দিলেন। দেবের সাফ কথা, "বাংলায় আবার দিদিই আসবেন।" 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান হাতিয়ার করেই ভোট প্রচারে নামছেন ঘাসফুল শিবিরের সাংসদ।
শিয়রে একুশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। দ্বিতীয় দফায় পয়লা এপ্রিলে ভোট হবে ঘাটালে (Ghatal)। হাতে আর মাত্র কটা দিন। অথচ, নির্বাচনী প্রচারে এযাবৎকাল অনুপস্থিত সাংসদ দীপক অধিকারী ওরফে দেব! নিজের কেন্দ্রে গিয়ে তৃণমূল (TMC) প্রার্থীর হয়ে প্রচার করা তো দূর অস্ত! সোশ্যাল মিডিয়াতেও ভোট নিয়ে তাঁর কোনও উচ্চবাচ্য ছিল না। অতঃপর, ভোটের আগে যেখানে সবুজ-গেরুয়া শিবিরের মারকাটারি প্রচার শুরু হয়েছে, সেখানে দেবের অনুপস্থিতি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলের অন্দরে ফিসফাস শুরু হয়েছিল। প্রশ্ন উঠেছিল, এলাকার সাংসদ হয়েও কেন দলীয় প্রচারে নেই দেব (Dev)? দলীয় কোন্দল নাকি অন্য কোনও কারণ? তবে রবিবার যাবতীয় জল্পনা নস্যাৎ করে দিয়েই তৃণমূলের তারকা সাংসদ দেব আশ্বস্ত করলেন যে, তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক-ই রয়েছেন। শুধু তাই নয়, এদিন থেকেই তিনি যে ভোট প্রচারের ময়দানে নামছেন, সেকথাও খোলসা করে দিলেন।
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই ভোটের আগে প্রচার ময়দানে দেবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে রবিবার সকালে দেব সাফ জানিয়ে দেন যে, "আজ থেকে একুশের নির্বাচনীযুদ্ধের জন্য ময়দানে নামছি আমি। এবছর যাঁরা ভোটে লড়ছেন, তাঁদের সবার প্রতিই আমার শুভেচ্ছা রইল। আমি যদিও মনে-প্রাণে এখনও বিশ্বাস করি যে দিদিই আবার ক্ষমতায় ফিরছেন, যিনি কিনা গত ১০ বছর ধরে করজোড়ে বাংলার ময়দানে লড়ে গিয়েছেন। আশা করব, নির্বাচনী প্রক্রিয়া এবার সুষ্ঠ হোক।"
Today I finally begin campaigning for the CM Elections 2021.
All my best wishes are with all the candidates contesting this year.
My personal faith still remains in our beloved Didi, who has served Bengal fr over 10 years as CM🙏🏻
Hoping for a fair and healthy election contest!🙏🏻 pic.twitter.com/pRy7BIZDko— Dev (@idevadhikari) March 14, 2021