scorecardresearch

‘দুঃখজনক! মৃত্যু নিয়ে উৎসব বন্ধ করুন! তদন্ত হোক’, শীতলকুচি-কাণ্ডে ‘সরব’ দেব

সোমবার মদন মিত্রের হয়ে কামারহাটিতে প্রচার করতে গিয়ে শীতলকুচি ঘচনার তীব্র নিন্দা জানান তৃণমূলের তারকা সাংসদ।

dev

রাজ্যের চতুর্থ দফা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) দিন শীতলকুচি-কাণ্ড প্রসঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে রাজ্য-রাজনীতির অন্দরে বিতর্ক তুঙ্গে। রবিবার বরানগরের সভা থেকেই রাজ্য বিজেপি সভাপতি হুঁশিয়ারি দেগেছিলেন, “শীতলকুচি (Sitalkuchi) কী দেখেছেন! এরপর বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” আর সেই প্রেক্ষিতেই এবার মদন মিত্রের (Madan Mitra) হয়ে কামারহাটিতে প্রচার করতে গিয়ে সরব হলেন দীপক অধিকারী ওরফে দেব (Dev)। তৃণমূলের তারক সাংসদের মন্তব্য, “অত্য়ন্ত দুঃখজনক! এটা নিয়ে রাজনীতি করা মোটেই উচিত না! সাধারণ মানুষের মৃত্যু নিয়ে উৎসব করা বন্ধ হোক।” পাশাপাশি শীতলকুচি ঘটনার তদন্তেরও দাবি তোলেন তিনি।

উল্লেখ্য, রবিবার বরানগরের বিজেপি (BJP) প্রার্থী পার্ণো মিত্রর হয়ে প্রচার করতে গিয়ে সেই সভায় দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, “বাংলায় আর দুষ্টু ছেলে থাকবে না। যারা ভেবেছিল কেন্দ্রীয়বাহিনীর বন্দুকটা শুধু দেখানোর জন্যই, কাল তারা বুঝে গিয়েছে ওর ভিতরে থাকা গুলির কী জোর! সকালে ভোট দিতে যাবেন। কেউ বাধা দিলে শুনবেন না। মাথায় রাখবেন কেউ বাড়বাড়ি করলে পাড়ায় পাড়ায় শীতলকুচি হবে।” রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বের এমন মন্তব্যে বেজায় নিন্দার ঝড় উঠেছে। আর সেই প্রেক্ষিতেই আওয়াজ তুলেছেন তৃণমূল (TMC) সাংসদ-অভিনেতা দেব।

দেবের কথায়, “পাড়ায় পাড়ায় শীতলকুচি হবে, এই মন্তব্যের তীব্র বিরোধিতা জানাই। মানুষের মৃত্যু নিয়ে কেউ যদি উৎসব করে, আমি অন্তত এটার তীব্র বিরোধিতা জানাচ্ছি। তদন্ত হওয়া উচিত। সমস্ত দলের নেতাদেরই শীতলকুচি ঘটনার দায় নেওয়া উচিত। কারণ, নেতারাই সাধারণ মানুষকে উসকে দেয়। আর তাঁদের লড়াইয়ের জন্যই সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।”

পাশাপাশি পরোক্ষভাবে গেরুয়া শিবিরের মেরুকরণের রাজনীতিকেও কটাক্ষ করেন দেব। তাঁর মন্তব্য, “কে লুঙ্গি পরেছে? কে ফেজ টুপি পরেছে? সেসব দেখে আম জনতাকে উসকানো উচিত নয়! ধর্মীয় মেরুকরণের রাজনীতি বন্ধ হওয়া উচিত।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tmc mp devs reaction on sitalkuchi issue