Advertisment
Presenting Partner
Desktop GIF

'ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব', কড়া 'হুঁশিয়ারি' তৃণমূল সাংসদ মিমির

যাদবপুরের ৭টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয়ের ব্যাপারে আশাবাদী তারকা সাংসদ। 'দলবদলু'দেরও খোঁচা দিয়ে বললেন, "অল দ্য বেস্ট!"।

author-image
IE Bangla Web Desk
New Update
mimi

শিয়রে একুশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। বাংলার মসনদ দখলের লড়াইয়ে ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে তারকারা সৈনিকরা আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়ছেন। বিজেপিকে (BJP) 'বহিরাগত' কটাক্ষ করে 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগানে ঝড় তুলেছেন তাঁরা। এবার ভোটপ্রচারের ময়দানে নেমেই প্রতিপক্ষ গেরুয়া শিবিরের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দাগলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তৃণমূলের তারকা সাংসদের মন্তব্য, "ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব।"

Advertisment

সোশ্যাল ওয়ালে তো বটেই, এমনকী প্রচারের ময়দানেও বিজেপিকে একহাত নেওয়ার সুযোগ ছাড়তে নারাজ 'মমতার একনিষ্ঠ সৈনিক'রা। অন্যথা হল না মিমির ক্ষেত্রেও। নিজস্ব সংসদীয় এলাকা বারুইপুরের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়েও বিঁধলেন বিজেপিকে। প্রকাশ্যেই তোপ দেগে প্রতিশোধ নেওয়ার কথা বললেন। তবে 'প্রতিশোধ' মানেই যে 'হিংসা-রক্তারক্তি' নয়, সেকথাও স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি। ঘাসফুল শিবিরের সাংসদ-অভিনেত্রীর কথায়, "জনগণের পাশে দাঁড়ানো, তাঁদের জন্য কাজ করাই হবে আসল উত্তর।" যাদবপুরের ৭টি বিধানসভা কেন্দ্রেই যে তৃণমূল জিতবে, সে বিষয়েও আশাবাদী সাংসদ মিমি চক্রবর্তী।

মঙ্গলবার বারুইপুর (Baruipur) পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী বিভাস সর্দারের হয়ে প্রচারে গিয়েছিলেন সাংসদ মিমি। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীও। সেখানেই পদ্ম শিবিরকে কটাক্ষ করে কাজের প্রসঙ্গ উত্থাপন করে মিমি বলেন, "মানুষের জন্য কাজ না করে নির্বাচনে জেতা যায় না। যাঁরা কাজ করেছেন, তাঁরা এবারও নির্বাচনে জিতবেন।"

পাশাপাশি 'দলবদলু'দেরও খোঁচা দিতেও পিছপা হলেন না সবুজ শিবিরের সাংসদ-অভিনেত্রী। তাঁর স্পষ্ট কথা, "যাঁরা তৃণমূল ছেড়েছেন তাঁদের সবাইকে অল দ্য বেস্ট!" দল বদলে গেরুয়া শিবিরে নাম লিখিয়ে তাঁরা যে বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন, সেই অভিযোগও তুললেন মিমি চক্রবর্তী।

West Bengal Assembly Election 2021 tmc Mimi Chakraborty
Advertisment