করোনায় কাবু টলিপাড়া। গত ২৪ ঘণ্টায় রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল-সহ একাধিক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এবার মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) কোভিড রিপোর্ট পজিটিভ এল। তৃণমূলের তারকা-সাংসদ নিজেই জানিয়েছেন এই দুঃসংবাদ।
আপাতত বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন মিমি। চিকিৎসকের পরামর্শ মতো সমস্তরকম কোভিড সতর্কতা মেনে চলছেন। এপ্রসঙ্গে কী জানালেন মিমি চক্রবর্তী? গত কয়েকদিনে বাড়ির বাইরে পা রাখিনি। কোনও জনসমাবেশেও যোগ দিইনি। বাইরের কারও সংস্পর্শে না আসা সত্ত্বেও আমার কোভিড (Covid-19) রিপোর্ট পজিটিভ এসেছে। ভীষণভাবে কাবু করে ফেলেছে আমাকে। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।
পাশাপাশি সবাইকে সাবধানে থাকার বার্তাও দিয়েছেন যাদবপুরের তারকা-সাংসদ। মিমির মন্তব্য, "সকলকে অনুরোধ করছি যাবতীয় সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকি না নিয়ে মাস্ক পরুন। সাবধানে থাকুন।"
উল্লেখ্য, গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা (Covid Cases in Kolkata) সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণের এহেন বাড়বাড়ন্তের নেপথ্যে দায়ী করা হচ্ছে। কোভিড থাবা বসিয়েছে তারকাদের শরীরেও। বলিউডে যেমন নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে, করোনার তৃতীয় কোপ থেকে বাদ যায়নি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিও। সৃজিত, পার্ণো, শ্রীজাত, রাজ-শুভশ্রী (Raj-Subhashree), পরমব্রত, রুদ্রনীল ঘোষের পর এবার কোভিড থাবা বসাল তারকা-সাংসদ মিমি চক্রবর্তীর শরীরেও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন