/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Sayantika-Banerjee.jpg)
Nusrat Jahan, Sayantika Banerjee: বর্তমানে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিতর্ক সামলাতে ব্যস্ত বসিরাহাটের (Basirhat) সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। ওদিকে সাইক্লোন 'ইয়াস' (Yaas)-এর দাপটে তাঁর সংসদীয় কেন্দ্রের একাধিক এলাকার বাসিন্দারাই এখনও বিপর্যস্ত। কোথাও ঘরের চাল উড়ে গিয়েছে, তো কোথাও বা আবার বাড়ির জিনিসপত্র ভেসে গিয়ে দু'বেলা দু'মুঠো অন্ন জোগাড় করাও দায় হয়ে উঠেছে। এউ কঠিন পরিস্থিতিতে বার্ধক্যজনিত সমস্যায় ভোগা অনেকেই বিপদে পড়েছেন। কিন্তু বসিরহাটের সাংসদ-নায়িকাকে কোভিড সেফ হোম উদ্বোধন করার পর আর ময়দানে দেখা যায়নি। ইয়াস-এর দাপটে তাঁর এলাকার জনজীবন কীভাবে থমকে গিয়েছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই সাংসদের। অভিযোগ, এলাকাবাসীর অনেকেরই। সেই প্রেক্ষিতেই এবার বসিরহাটে গিয়ে ইয়াস-বিধ্বস্ত এলাকার জনজীবন স্বাভাবিক করতে ব্যাটন ধরলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। যিনি কিনা তৃণমূল কংগ্রেসের (TMC) বর্তমান রাজ্য সম্পাদক।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/sss.jpg)
প্রকৃত সতীর্থ বোধহয় একেই বলে! বসিরহাটে গিয়ে ত্রাণ বিলি করে প্রমাণ করে দিলেন তৃণমূলের তারকা জননেত্রী সায়ন্তিকা। নুসরত জাহান এই মুহূর্তে সন্তানসম্ভবা। উপরন্তু 'সহবাস-সঙ্গী' নিখিল জৈনের সঙ্গে তাঁর আইনি বিচ্ছেদ, মামলা-মোকদ্দমা নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি, বুধবার এক বিবৃতি জারি করে আরও বিপাকে পড়েছেন তিনি। এককথায়, বর্তমানে বিতর্ক-সমালোচনায় জর্জরিত নুসরত জাহান। অতঃপর, নেটজনতার একাংশ অভিযোগ তুলেছেন, বসিরহাট নিয়েও সাংসদ-নায়িকার কোনও মাথাব্যথা নেই। তবে দলের হয়ে হাল ধরতে বসিরহাটের ইয়াস বিধ্বস্ত হিঙ্গলগঞ্জে (Hingalgunge) পৌঁছে গিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
<আরও পড়ুন: ‘বিবাহিত নন! পার্লামেন্টে মিথ্যে শপথবাক্য পাঠ করেছিলেন Nusrat?’, কটাক্ষ BJP নেতা মালব্যর>
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/ss.jpg)
তৃণমূলের নব-নির্বাচিত রাজ্য সম্পাদক সম্প্রতি হিঙ্গলগঞ্জে পৌঁছেছিলেন। সেখানে অত্যাবশকীয় ত্রাণসামগ্রী বিলি করার পাশাপাশি বিনামূল্যের চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থাও করে দেন সায়ন্তিকা। নায়িকার ইনস্টাগ্রামে উঁকি মারতেই দেখা গেল সেসব ছবি। 'পাশে আছি হিঙ্গলগঞ্জ' হ্যাশট্যাগ দিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের মা-বোনেদের হাতে আমাদের সাধ্যমতো প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দিলাম। এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পও খোলা হয়েছে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন