ফের নির্ভয়ার স্মৃতি উসকে দিল উত্তরপ্রদেশের বদায়ুঁতে সদ্য হওয়া ধর্ষণকাণ্ড। চলন্ত গাড়িতে মাঝবয়সি এক মহিলাকে গণধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে ভেঙে দেওয়া হল পাঁজর ও পায়ের হাড়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই ধর্ষিতাকে। সেদিন রাতেই মৃত্যু ঘটে। যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশে বারবার এধরনের ঘটনা ঘটার পরও এদিন বদায়ুঁর ধর্ষণকাণ্ডে ময়নাতদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গড়মসি করা হয়। এবার সেই প্রেক্ষিতেই বিজেপি শাসিত রাজ্যের উদ্দেশে তোপ দাগলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)।
সাংসদ-অভিনেত্রীর কথায়, "একটার পর একটা ধর্ষণকান্ড দেখে সত্যিই কষ্ট হয়। বিজেপি সরকারের ক্ষমতায় আমাদের দেশের মহিলা, কৃষক থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক, কেউই সুরক্ষিত নয়। নরেন্দ্র মোদীজি (Narendra Modi), প্রধানমন্ত্রী হিসেবে আপনার ব্যর্থতা এবার দয়া করে স্বীকার করে নিন।"
প্রসঙ্গত, দিন কয়েক আগেই উত্তরপ্রদেশে উত্তরোত্তর অপরাধের হার বৃদ্ধি নিয়ে বিজেপি আইটি সেলের মুখপাত্র অমিত মালব্যকে খোঁচা দিয়ে একটি টুইট করেছিলেন। অমিত মালব্য একটি টুইটে পশ্চিমবঙ্গে অপরাধের সংখ্যা উল্লেখ করে সমালোচনায় সরব হয়েছিলেন। তাঁর দাবি, বাংলায় উত্তরোত্তর অপরাধের হার বাড়ছে। গোটা দেশের মধ্যে ধর্ষণ, খুন, রাহাজানি, অ্যাসিড অ্যাটাক, নারী হেনস্তার মতো যাবতীয় বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চালিত পশ্চিমবঙ্গ কোথায় অবস্থান করছে, তার একটা হিসেব উল্লেখ করেছিলেন। যা চোখে পড়ে নুসরত জাহানের। অতঃপর পাল্টা জবাব দিতেও ছাড়েননি তৃণমূল সাংসদ।
যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশের কথা উল্লেখ করে একহাত নিয়েছেন অমিত মালব্যকে (Amit Malviya)। নুসরতের কথায়, নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ, দলিতদের উপর হওয়া নৃশংস অত্যাচার, প্রত্যেকটি বিষয়েই গোটা দেশে উত্তরপ্রদেশ তালিকার শীর্ষে। আর সেই প্রেক্ষিতেই তৃণমূল সাংসদ প্রশ্ন ছুঁড়েছেন, “বিজেপি শাসিত উত্তরপ্রদেশ তো অনেক বিষয়েই দেশের পয়লা নম্বরে, তবে সবটাই খারাপ দিক থেকে। তা এই বিষয়ে আপনার কী মতামত মালব্য কাকু?”