ভোটে জিতলে ময়দানে আর টিকিটিও পাওয়া যাবে না! তারকা প্রার্থীদের ক্ষেত্রে অনেকেই এমন মন্তব্য করেছিলেন। খোঁটা শুনতে হয়েছিল বিরোধী শিবিরের তরফেও। তবে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েও ভুলে যাননি রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। কথা দিয়েছিলেন বিধায়ক হয়ে মানুষের সুখ-দুঃখের ভাগীদার হবেন। সে কথা রেখেছেন তৃণমূলের তারকা বিধায়ক। ব্যারাকপুরের উন্নয়নের কাজে ইতিমধ্যেই হাত লাগিয়েছেন। এবার পথের ধারে ফেলে যাওয়া বৃদ্ধার খবর পেয়ে নিজে গিয়ে হাসপাতালে ভর্তি করালেন তাঁকে। শুধু তাই নয়, তাঁর অন্নসংস্থানের ব্যবস্থাও করে দিলেন।
ব্যারাকপুর (Barrackpore) করুণাময়ী রোড এলাকায় মঙ্গলবার রাতে ৮৫ বছর বয়সি লীলা কর নামে এক বৃদ্ধাকে ফেলে রেখে যান তাঁর পরিবারের সদস্যরা। সেই ঘটনার কথা স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে সোশ্যাল মাধ্যমে জানতে পারেন রাজ। এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাই প্রথমে এসে ওই বৃ্দ্ধাকে উদ্ধার করে, এরপরই বিধায়ক যোগাযোগ করেন তাঁদের সঙ্গে। অ্যাম্বুল্যান্স পাঠিয়ে বি. এন. বোস মহকুমা হাসপাতালে নিয়ে আসেন ওই বৃদ্ধাকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী নিজে। সুস্থ হলে লীলা করের বাসস্থান এবং অন্নসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।
মানবিক এমন উদ্যোগে রাজ পাশে পেয়েছেন আজাদ, মিমো, জিতব্রত এবং বি. এন. বোস হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সুদীপ্ত ভট্টাচার্যকে। তৃণমূলের তারকা বিধায়কের এমন মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও।