একজন তৃণমূলের বিধায়ক, অপরজন দলের যুবনেত্রী, আর সেই প্রেক্ষিতেই সেন্সর বোর্ডের কাঁচিতে পড়তে হল সোহম-সায়নীর সিনেমা LSD-কে? প্রশ্নে তোলপাড় টলিপাড়া থেকে রাজনৈতিক মহলের অন্দর।
মুক্তি পাওয়ার কথা ছিল শুক্রবার। তবে ২৪ ঘণ্টা আগেও সেন্সর বোর্ডের ছাড়পত্র আসেনি! অগত্যা হঠকারী রিলিজের পরিকল্পনা নিয়ে এখন বিশ বাঁও জলে সোহম-সায়নী। রাজ্যের শাসক দলের দুই প্রতিনিধি জুটি বেঁধে এক মজার বিষয় নিয়ে LSD সিনেমা তৈরি করেছেন। মুক্তির আগে সেই ছবি নিয়েই গড়িমসি সেন্সর বোর্ডের। রাজনৈতিক সংযোগ টেনেই এমন হেনস্তার অভিযোগ তুলেছেন সোহম-সায়নীরা।
সিনেমার নাম LSD হলেও মাদক সম্পর্কিত কোনও বিষয় নয়। আসলে পুরো নামটা- 'লাল স্যুটকেসটা দেখেছেন'। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন সোহম নিজেই। তিনিই অভিযোগ তুলেছেন, "ছবিতে কমলা রং দেখানো যাবে না, তাহলে কি এবার কমলালেবুও খাওয়ৈ যাবে না।" এদিকে সিনেমার অভিনেত্রী যিনি কিনা বর্তমানে তৃণমূলের যুবনেত্রীও বটে, তাঁর মন্তব্য, গেরুয়া তিলক কাটা লোক সেন্সর বোর্ডে বসে রয়েছেন। সোহম অবশ্য, আরও একধাপ বাড়িয়ে প্রশ্ন তুলেছেন, "ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা নেই, এমন লোক সেন্সর বোর্ডে বসে কী করে?"
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাজনৈতিক সংযোগের জন্যই কি সেন্সর বোর্ডের তরফে এমন হেনস্তা? সোহম এন্টারটেইনমেন্টের তরফে জানানো হয়েছে, "বহুদিন আগেই ছবিটা সেন্সর বোর্ডের কাছে পাঠানো হয়েছিল। তখন ৭-৮টি সংলাপ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এও জানানো হয় ছবির টাইটেল ট্র্যাকে এমন কিছু শব্দ রয়েছে যা ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, LSD শব্দটা নিয়েও আপত্তি তোলা হয়। যদিও ইউটিউবে আমাদের টাইটেল ট্র্যাক সকলে দেখেছেন। এবং আমরা হলফ করে বলতে পারি যে এই টাইটেল ট্র্যাকে এমন কোনও শব্দ নেই যা সেন্সর করার প্রয়োজনীয়তা ছিল। তা সত্ত্বেও তাদের নির্দেশ অনুযায়ী আগেই সম্পূর্ণ পরিবর্তন করে আমরা ছবির সেন্সর সার্টিফিকেটের জন্য আবারও আবেদন করেছিলাম। কিন্তু ছবির সেন্সর সার্টিফিকেট না দিয়ে এখন ছবিটির নির্মমভাবে কণ্ঠ রোধ করা হচ্ছে। সিনেমার প্রতি এই নির্মমতা কেন?"
<আরও পড়ুন: ‘পকেটে ১৫০০ টাকা ছিল! ফ্লপের ভয় পাই না, ব্যর্থ হলে..’, ‘ইস্পাত-কঠিন’ আত্মবিশ্বাস শাহরুখের>
যদিও শেষমেশ সেন্সর বোর্ডের ছাড়পত্র এসেছে বলে জানানো হয় সোহমের তরফ থেকে। তবে, শেষ মূহূর্তে মুক্তির ছাড়পত্র পাওয়ায় এবার হলে স্লট পাওয়ার সম্মুখীন হয়েছেন প্রযোজক-বিধায়ক। কারণ, রিলিজের ২৪ ঘণ্টা আগে ছাড়পত্র আসায় নন্দন কিংবা বাকি সরকারি হলগুলোতে আবেদন করা যায়নি। এছাড়াও অন্যান্য হল মালিকদের সঙ্গেও সেভাবে কথা হয়নি। তাই খুব কম সংখ্যক হলে মুক্তি পাবে সোহম-সায়নীর 'লাল স্যুটকেসটা দেখেছেন'। সেই প্রেক্ষিতেই সোহমের প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে যে, "এটা আমাদের সঙ্গে অন্যায় হল।"