Advertisment

'লড়াই বাকি, সুস্থ হয়ে ওঠুন বাঘিনী, তদন্ত হোক', মমতার আরোগ্য কামনায় তৃণমূলের তারকারা

প্রিয় দিদির প্রতি আক্রমণের প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানও।

author-image
IE Bangla Web Desk
New Update
tollywood

বুধবার নন্দীগ্রামে (Nandigram) ভোট প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খবর প্রকাশ্যে আসামাত্রই উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। একদিকে বিরোধীপক্ষরা যখন একে 'নাটক' বলে জাহির করতে মরিয়া, তখন তৃণমূল (TMC) সুপ্রিমোর আরোগ্য কামনায় রত হয়েছেন রাজ্যবাসী তথা ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী। এসএসকেএম চত্বরে উপচে পড়েছে ভীড়। সঙ্গে গগনভেদী চিৎকারে স্লোগান- "মমতা ব্যানার্জি জিন্দাবাদ।" রাজ্যের মানুষের মনে মমতার বাস কতটা, ঠাহর করা গেল উত্তাল জনতার সেই ভীড় দেখেই। সেই প্রেক্ষিতেই তৃণমূলের তারকা প্রার্থীরাও দলনেত্রীর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন। তাঁদের কথায়, "লড়াই এখনও অনেক বাকি। সুস্থ হয়ে ওঠুন বাঘিনী।" কেউ বা আবার তদন্তের দাবিও তুললেন।

Advertisment

জগন্নাথের কাছে প্রার্থনা রেখে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) টুইট করেছেন, "অনেক লড়াই বাকি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি।" কৃষ্ণনগর থেকে উদ্বেগ প্রকাশ করেছেন কৌশানী মুখোপাধ্যায়ও (Koushani Mukherjee) । তাঁর মন্তব্য, "দ্রুত সেরে উঠুন দিদি। আমাদের বাংলার প্রকৃত যোদ্ধা, বাঘিনী আবারও ঘুরে দাঁড়াবেন সব প্রতিকূলতার বিরুদ্ধে।"

এই মুহূর্তে বাঁকুড়ায় ভোট (West Bengal Assembly Election 2021) প্রচারে ব্যস্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তার মাঝেই ভিডিও পোস্ট করে প্রিয় দিদির আরোগ্য কামনা করেছেন তিনি। বলেছেন, ভীষণই চিন্তায় রয়েছি দিদির শারীরিক পরিস্থিতি নিয়ে। কে বা কারা এই কাজ করেছে, উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত এই নিয়ে।

গর্জে উঠলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan)। "দিদির প্রতি আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করতেই পারেন। কিন্তু মনে রাখবেন, আমাদের দিদি সবসময়ে মাথা উঁচু করেই দাঁড়িয়ে থাকবেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন মাননীয়া", মন্তব্য নুসরতের। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং দেবও (Dev) হাসপাতালের বেডে শুয়ে থাকা মুখ্যমন্ত্রীর ছবি শেয়ার করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Koushani Mukherjee Nusrat Jahan Raj Chakraborty Dev Sayantika Banerjee mimi chakrabarty tmc Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment