/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/tollywood-2.jpg)
বুধবার নন্দীগ্রামে (Nandigram) ভোট প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খবর প্রকাশ্যে আসামাত্রই উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। একদিকে বিরোধীপক্ষরা যখন একে 'নাটক' বলে জাহির করতে মরিয়া, তখন তৃণমূল (TMC) সুপ্রিমোর আরোগ্য কামনায় রত হয়েছেন রাজ্যবাসী তথা ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী। এসএসকেএম চত্বরে উপচে পড়েছে ভীড়। সঙ্গে গগনভেদী চিৎকারে স্লোগান- "মমতা ব্যানার্জি জিন্দাবাদ।" রাজ্যের মানুষের মনে মমতার বাস কতটা, ঠাহর করা গেল উত্তাল জনতার সেই ভীড় দেখেই। সেই প্রেক্ষিতেই তৃণমূলের তারকা প্রার্থীরাও দলনেত্রীর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন। তাঁদের কথায়, "লড়াই এখনও অনেক বাকি। সুস্থ হয়ে ওঠুন বাঘিনী।" কেউ বা আবার তদন্তের দাবিও তুললেন।
জগন্নাথের কাছে প্রার্থনা রেখে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) টুইট করেছেন, "অনেক লড়াই বাকি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি।" কৃষ্ণনগর থেকে উদ্বেগ প্রকাশ করেছেন কৌশানী মুখোপাধ্যায়ও (Koushani Mukherjee) । তাঁর মন্তব্য, "দ্রুত সেরে উঠুন দিদি। আমাদের বাংলার প্রকৃত যোদ্ধা, বাঘিনী আবারও ঘুরে দাঁড়াবেন সব প্রতিকূলতার বিরুদ্ধে।"
অনেক লড়াই বাকি, তুমি তারাতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। #BanglaNijerMeyekeChay
জয় জগন্নাথ।🙏 pic.twitter.com/wr9jTNL57A— Raj chakrabarty (@iamrajchoco) March 11, 2021
Get well soon Didi Our Bengal’s True Fighter in Real Sense @MamataOfficial Our Tigress Stands Tall Against All Odds
— Koushani Mukherjee (@KoushaniMukher1) March 10, 2021
এই মুহূর্তে বাঁকুড়ায় ভোট (West Bengal Assembly Election 2021) প্রচারে ব্যস্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তার মাঝেই ভিডিও পোস্ট করে প্রিয় দিদির আরোগ্য কামনা করেছেন তিনি। বলেছেন, ভীষণই চিন্তায় রয়েছি দিদির শারীরিক পরিস্থিতি নিয়ে। কে বা কারা এই কাজ করেছে, উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত এই নিয়ে।
Concern and disturbed to know @MamataOfficial didi's injury during nandigram campaign. A high level investigation should be conducted to identify the involved faces. Praying for didi's speedy and healthy recovery. pic.twitter.com/eqo7SkxnyQ
— Sayantika Banerjee (@sayantika12) March 11, 2021
গর্জে উঠলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan)। "দিদির প্রতি আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করতেই পারেন। কিন্তু মনে রাখবেন, আমাদের দিদি সবসময়ে মাথা উঁচু করেই দাঁড়িয়ে থাকবেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন মাননীয়া", মন্তব্য নুসরতের। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং দেবও (Dev) হাসপাতালের বেডে শুয়ে থাকা মুখ্যমন্ত্রীর ছবি শেয়ার করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Strongly condemn the attack on our beloved Leader @MamataOfficial
You may try to harm her, but our Didi shall stand tall always.
Pray for her speedy recovery 🙏 https://t.co/1kM3RhVmKO— Nusrat Jahan Ruhi (@nusratchirps) March 10, 2021
Get well soon my queen @MamataOfficial bengal prays for you didi. pic.twitter.com/XptMNGY7zf
— Mimssi (@mimichakraborty) March 10, 2021
Get well soon Didi
Prayers for ur speedy recovery 🙏🏻@MamataOfficial pic.twitter.com/vIJXupoLUo— Dev (@idevadhikari) March 11, 2021