Advertisment
Presenting Partner
Desktop GIF

'মানুষ উন্নয়নের সঙ্গেই থাকবে', প্রচারের মাঝে 'চা খাইয়ে' জনসংযোগ তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর

একুশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে বিজেপিকে 'গোল' খাওয়াতে প্রস্তুত সংগীতশিল্পী।

author-image
IE Bangla Web Desk
New Update
Aditi Munshi

রাজনীতির ময়দানে অভিষেক ঘটামাত্রই তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে টিকিট পেয়েছেন। স্বামী-শ্বশুর দীর্ঘদিন ধরেই রাজনীতির ময়দানে। তবে 'ঘরের বউমা' সদ্য পদার্পণ করেছেন সক্রিয় রাজনীতিতে। উপরন্তু ভোটের টিকিট পাওয়ায় কাঁধে পড়েছে গুরুদায়িত্ব। তাই গণদেবতার আশীর্বাদ নিতে কিংবা তাঁদের সঙ্গে সখ্যতা গড়তে কোনওরকম কসরতই বাকি রাখছেন না তৃণমূলের তারকা প্রার্থী অদিতি মুন্সী। একুশে বাংলার মসনদ দখলের লড়াইয়ে বিজেপিকে 'গোল' খাওয়াতে প্রস্তুত সংগীতশিল্পী।

Advertisment

মার্চের প্রথম সপ্তাহেই ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন সংগীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েই একুশের ভোটযুদ্ধে (West Bengal Assembly Election 2021) প্রতিদ্বন্দিতা করার টিকিট পেয়ে গিয়েছেন শ্রোতাদের প্রিয় 'রাইকিশোরী'। রাজারহাট (Rajarhat) গোপালপুর বিধানসভা কেন্দ্রে বাজিমাত করতে অদিতিই ভরসা তৃণমূল সুপ্রিমোর। এদিকে প্রতিপক্ষ প্রার্থী এখনও পর্যন্ত ঘোষণা না করা হলেও কানাঘুষো শোনা যাচ্ছে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে কোনও হেভিওয়েট মুখকেই বাজি ধরতে চলেছে বিজেপি। তবে সম্মুখ সমরে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তৃণমূলের তারকাপ্রার্থী। অতঃপর ইতিমধ্যেই কোমর বেঁধে ভোটপ্রচারের ময়দানে নেমে পড়েছেন তিনি। জেতার বিষয়ে বেজায় আত্মবিশ্বাসীও শোনালো অদিতিকে। তৃণমূলের তারকা প্রার্থীর কথায়, "আত্মবিশ্বাস নয়, আসল বিশ্বাসটা রয়েছে জনগণের উপর। মানুষ উন্নয়নের সঙ্গেই থাকবে।"

রাজারহাট-গোপালপুরের বিভিন্ন এলাকায় জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোটপ্রচার করছেন। কোনওরকম তারকাসুলভ আচরণ নেই। ভোট-ফ্যাশনের ধারকাছ দিয়েও যান না। একেবারে সাদামাটা, ছিমছাম পোশাক। ঘরের মেয়ের মতোই রোজ স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে ভোট প্রচার করতে বেরচ্ছেন। বুধবারও বেরিয়েছিলেন। সেখানেই প্রচারের ফাঁকে দলীয় কর্মী-সমর্থকদের চা খাওয়ালেন। তবে শুধুমাত্র চায়ের দাম মিটিয়েই ক্ষান্ত থাকেননি গায়িকা। প্লেটে সাজানো চায়ের কাপ ধরে পরিবেশন করতেও দেখা গেল অদিতিকে।

এদিন প্রচারে বেরিয়ে অদিতি মুন্সী বলেন, "মানুষের উদ্দীপনা, মানুষের কথাই বলে দিচ্ছে সব। গত কয়েকদিনে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে। মানুষের আশীর্বাদ পাচ্ছি। তাতে আমার কাজের উদ্দীপনাও বেড়েছে। আমার স্বামী তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি অভিজ্ঞ, তাই ওঁর অভিজ্ঞতাও কাজে লাগছে।"

tmc West Bengal Assembly Election 2021 Aditi Munshi
Advertisment