ক্লান্তির ছিটেফোটা নেই, প্রচারে রীতিমতো 'ছুটছেন' সায়নী, পাল্লা দিতে 'হিমশিম' তৃণমূলের কর্মীরা

দলনেত্রীর মতোই স্পিরিট! পায়ে চোট নিয়েও বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত যেমন হুইলচেয়ার সঙ্গী করেই ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচারের ময়দানে ঠিক তেমনই তুখোর তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ।

দলনেত্রীর মতোই স্পিরিট! পায়ে চোট নিয়েও বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত যেমন হুইলচেয়ার সঙ্গী করেই ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচারের ময়দানে ঠিক তেমনই তুখোর তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
saayoni

দলনেত্রীর মতোই স্পিরিট! পায়ে চোট নিয়েও বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত যেমন হুইলচেয়ার সঙ্গী করেই ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banedrjee), প্রচারের ময়দানে ঠিক তেমনই তুখোর তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। আসানসোলে এখন কাঠফাটা গরম। কিন্তু তাতে কী! এই তপ্ত আবহাওয়াতেও রীতিমতো 'ব্ল্যাক-হর্স'-এর মতো বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন সায়নী। ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে প্রচারের মাঠে কোনওরকম কসরত করতেই বাকি রাখছেন না তিনি। দিদির ভরসার পাত্রী। তৃণমূল সুপ্রিমোকে কথা দিয়েছেন, বাবুল-গড় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র উপহার দেবেন। অতঃপর প্রার্থী ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কোমড় বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন সায়নী। প্রথমদিন থেকে সেই আজ অবধি প্রচারের ময়দানে ঘাসফুল শিবিরের তারকা প্রার্থীর স্পিরিট একইরকম। এমনকী, তাঁকে পাল্লা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দলীয় কর্মীদেরই!

Advertisment

কখনও তিনি ছুটে চলেছেন। কখনও বা প্রচার করতে গিয়ে কারও বাড়ির দাওয়ায় বসে পড়ছেন কথা বলতে। কখনও বা দৌঁড়তে গিয়ে টোটোকেও ধাক্কা দিয়ে ফেলছেন! প্রচারে বেরিয়ে তাঁর গতির সঙ্গে পাল্লা দেওয়া একেবারে অসম্ভবপরই হয়ে উঠেছে তৃণমূলের (TMC) স্থানীয় কর্মী-সমর্থকদের ক্ষেত্রে। আসানসোলের (Asansol) আনাচে-কানাচে কোথাও বাদ রাখছেন না! মাইলের পর মাইল হেঁটে শিল্পাঞ্চলের প্রত্যন্ত এলাকাতে পৌঁছেও জনগণের সুবিধে-অসুবিধের কথা শুনছেন মন দিয়ে। তবে এই বিরামহীন ছোটাছুটিতেও ক্লান্তির লেশমাত্র নেই! এক্কেবারে দলনেত্রীর মতোই স্পিরিট! বলছেন দলের কর্মী-সমর্থকরাই। তবে তাঁর সঙ্গে পাল্লা দিতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে তাঁদের। বরং হাঁপিয়ে যাওয়া কর্মীদের সামনে তাঁদের থাকতে মানা করছেন সায়নী । এলাকার মানুষরাও সায়নীর এনার্জি দেখে অভিভূত।

তারকা সুলভ আচরণ অতীত। একেবারে ধোপদূরস্ত জননেত্রী হয়ে উঠেছেন এই কদিনে। মা-মাটি-মানুষ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তাই জনসাধারণের সঙ্গে মিশে যাচ্ছেন। প্রতিপক্ষও হেভিওয়েট। বিজেপির (BJP) মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। দুই দলের প্রতিনিধিই প্রথমবার ভোটে লড়লেও, বাবুল-গড়ে অগ্নিমিত্রার 'ভূমিকন্যা' তকমা হাতিয়ার হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, "এবার আসল খেলা হবে আসানসোল দক্ষিণে।" অগ্নিমিত্রাকে প্রার্থী করায় খানিক চাপে পড়তে পারে সায়নী ঘোষ। তবে আবহাওয়া বলছে, হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী।

tmc asansol Saayoni Ghosh West Bengal Assembly Election 2021