/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/sayantika.jpg)
বাঁকুড়ার (Bankura) গরমেও প্রচারে গিয়ে নেচে মাত করলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। জনসাধারণের মাঝে ঘরের মেয়ের মতোই মিশে গিয়ে কথা বললেন। প্রচারের ফাঁকে কখনও বা কচি-কাঁচাদের হাত ধরে আদর করলেন। আবার কখনও বা নায়িকাকে দেখা গেল উড়ন্ত চুমু ছুঁড়ে দিতে। রাজনৈতিক ময়দানে নেমেই নির্বাচনী টিকিট পেয়ে ট্রোলড হয়েছেন বটে! কিন্তু সেদিকে ভ্রক্ষেপের সময় অবধি নেই সায়ন্তিকার। ভোটের মুখে নিন্দুকদের আমলই দিতে চান না তিনি। নেটজনতার একাংশ বলছেন, এটাই 'তরুণ তুর্কীদের স্পিরিট!'
মাথায় চড়া রোদ। নেই ছাতা। গ্ল্যামার জগতের বাইরে এ এক অন্য দুনিয়া। সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন। অভিষেক ঘটামাত্রই তৃণমূলের তরফে টিকিট পেয়েছেন বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) প্রতিদ্বন্দিতা করার। তাই প্রথমবারের ভোটপ্রার্থী 'শিক্ষাণবীশ' হিসেবে নির্বাচনী প্রচারের অ-আ-ক-খ শেখার পাশাপাশি আদা-জল খেয়ে ময়দানে নেমেছেন 'দিদি'র একনিষ্ঠ সৈনিকের মতো। ভোটপ্রার্থনার পাশাপাশি তাই জনগণদের বিনোদিত করতেও পিছপা হচ্ছেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে গেলেন। বাজনা, জনজোয়ার, সাধারণ মানুষের উচ্ছ্বাস, যেন ভোটের আগেই বিজয় মিছিল! সেখানেই নাচতে দেখা গেল টলিউড নায়িকাকে। শুধু তাই নয়, তৃণমূলের (TMC) তারকা প্রার্থীকে আম-জনতার উদ্দেশে ছুঁড়ে দিতে দেখা গেল চুমুও।
মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে আনন্দে আত্মহারা হয়ে নাচতে শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মিছিলের মাঝেই বাজনার সঙ্গে দু'হাত উপরে তুলে নাচতে দেখা যায় তাঁকে। আর তারকা প্রার্থীকে দেখতে, তাঁর সান্নিধ্য পেতে রাস্তার দুপাশে ভিড় ছিল দেখার মতো। সামাল দিতে হয় তৃণমূলের কর্মী-সমর্থকদের। তবে বাঁকুড়ার ভোটবাক্সে এর কোনও প্রভাব পড়বে? উত্তর মিলবে মে মাসের ২ তারিখেই।