Advertisment
Presenting Partner
Desktop GIF

'দিদির ভরসা' রাখলেন রাজ-সোহম, জিতলেন নবাগত কাঞ্চন, লাভলি, জুন, অদিতিরাও

নির্বাচনী মার্কসিটে তৃণমূলের তারকাপ্রার্থীদের কারা উতরালেন, আর কারাই বা মুখ খুবড়ে পড়লেন? দেখে নেওয়া যাক।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC

একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে একঝাঁক তারকারা মমতা-মন্ত্রে অনুপ্রাণিত হয়ে যোগ দিয়েছিলেন রাজ্যের শাসকদলে। রাজনৈতিক ময়দানে পা রেখেই নির্বাচনী টিকিট পেয়ে গিয়েছিলেন। একুশের রাজ্য-রাজনীতিতে ভোটের মুখে যেখানে দলবদলের হাওয়া বইছিল, সেই প্রেক্ষাপটে গ্ল্যামার ইন্ডাস্ট্রির এই তারকারাই মমতার একনিষ্ঠ সৈনিক হয়ে উঠেছিলেন। প্রার্থী ঘোষণা হওয়ার পরদিন থেকেই রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সীদের আদা-জল খেয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছিল। কেউ বা পদ্মের শক্তঘাঁটিতে লড়েছেন, আবার কাউকে বা দেখা গিয়েছে দলবদলুদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে। তবে নজর ছিল ২মের জনতার রায়ের দিকে। আজ সেই মাহেন্দ্রক্ষণ। গত ১ মাসের লড়াইয়ের পর পরীক্ষার ফলঘোষণা। সেই নির্বাচনী মার্কসিটেই কারা উতরালেন, আর কারাই বা মুখ খুবড়ে পড়লেন। দেখে নেওয়া যাক।

Advertisment
soham-maldaha

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন সোহম চক্রবর্তী। প্রতিদ্বন্দ্বী বিজেপিপ্রার্থী পুলককান্তি গুড়িয়া। অন্যদিকে, সংযুক্ত মোর্চা বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট লড়েছেন সিপিএমের আশিস গুছাইত। তবে গত নির্বাচনে হারের মুখ দেখেও দিদি ভরসা রেখেছিলেন তৃণমূলের যুব মোর্চার সহ-সভাপতি সোহমের উপর। বিফলে যায়নি। মা-মাটি-মানুষ মন্ত্রকে হাতিয়ার করে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন সোহম।

Raj Chakraborty

অন্যদিকে, ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে জিতে গিয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। উত্তরপাড়া (Uttar Para) বিধানসভা কেন্দ্রে জিতে গিয়েছেন কাঞ্চন মল্লিক। প্রতিপক্ষ বিজেপিপ্রার্থী প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), যিনি কিনা একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে রাজীব-শুভেন্দুদের সঙ্গে দিল্লিতে উড়ে গিয়ে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। বিজেপির তরফেও সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকিট পেয়েছিলেন। কিন্তু উত্তরপাড়াবাসী মেনে নিতে পারেনি দলবদলু প্রবীরকে। অতঃপর আস্থা রেখেছেন, নবাগত কাঞ্চনের উপরই।

June Malia

মেদিনীপুর কেন্দ্রে জয়ী তৃণমূলের তারকাপ্রার্থী জুন মালিয়া (June Malia)। বারাসতে হ্যাট্রিক করলেন তৃণমূলপ্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। ২৩ হাজারেরও বেশি ভোটে পরাস্ত করেছেন বিজেপিপ্রার্থীকে। অন্যদিকে, সদ্য রাজনীতির ময়দানে পা রেখেও রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে দিদির ভরসা রেখেছেন তৃণমূলপ্রার্থী অদিতি মুন্সি (Aditi Munshi)।

lovely maitra

সোনারপুর দক্ষিণে বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দী বিজেপিপ্রার্থী অঞ্জনা বসুকে হারিয়ে জিতেছেন তৃণমূলের তারকাপ্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)। দুই জনপ্রিয় টেলি অভিনেত্রীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দিনের শেষে হেসেছেন লাভলি ওরফে অরুন্ধতী মৈত্রই।

তবে, প্রচারের ময়দানে তৃণমূল সুপ্রিমোর সার্টিফিকেট পেয়েও বাঁকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং আসানসোল দক্ষিণে পরাস্ত হয়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। অন্যদিকে, মুকুল রায়ের বিরুদ্ধে লড়েও হালে পানি পাননি কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)।

tmc Sayantika Banerjee Saayoni Ghosh Raj Chakraborty June Malia Chiranjeet West Bengal Assembly Election 2021 Aditi Munshi Koushani Mukherjee Kanchan Mullick
Advertisment