Advertisment
Presenting Partner
Desktop GIF

বছর পঁচিশ পর ছেলের সঙ্গে মঞ্চে, আবেগঘন অঞ্জন

''প্রায় পঁচিশ বছর পেরিয়ে গেলাম গান করে। ১৯৯৩ তে শুরু। প্রায় চল্লিশ বছরের আমি আর আমার ১২ বছরের পুত্র নীল। নীল-এর গিটারটা ওর মায়ের কাছ থেকে পাওয়া, বর্মায় কেনা অ্যাকুয়েস্টিক গিটার''।

author-image
IE Bangla Web Desk
New Update
anjan neel dutt

এক মঞ্চে ফের অঞ্জন-নীল। ফোটো- ফেসবুক

দীর্ঘ পঁচিশ বছর পার করা মুখের কথা নয়। আর অঞ্জন দত্ত মানেই বাঙালির নস্ট্যালজিয়ায় অবতরণ। তাই খোদ গায়কও তাঁর ২৫ বছর পূর্তিতে আবেগঘন হয়ে পড়াটা স্বাভাবিক। এতদিন পর আরও একবার মঞ্চে উঠবেন পিতা-পুত্র অর্থাৎ অঞ্জন দত্ত ও নীল দত্ত। রজত জয়ন্তী উদযাপনেই এই উদ্যোগ। এদিন ফেসবুককেই তিনি বেছে নিলেন মনের কথা ব্যক্ত করার জন্য। প্রায় ২৫ বছর পর একসঙ্গে জ্ঞান মঞ্চে অনুষ্ঠান করবেন তারা।

Advertisment

ফেসবুকে অঞ্জন দত্ত লিখেছেন, ''প্রায় পঁচিশ বছর পেরিয়ে গেলাম গান করে। ১৯৯৩ তে শুরু। প্রায় চল্লিশ বছরের আমি আর আমার ১২ বছরের পুত্র নীল। নীল-এর গিটারটা ওর মায়ের কাছ থেকে পাওয়া, বর্মায় কেনা অ্যাকুয়েস্টিক গিটার''। তারপরে স্মৃতিচারণায় তিনি জানিয়েছেন, পাঁচ বছর একসঙ্গে গান করেছেন তারা। সারেগামা থেকে তাদের শেষ সিডি বেরিয়েছিল, ''আমি আর গোদোট''।

আরও পড়ুন, বিক্রি হয়ে গেল রাজ কাপুরের আর কে স্টুডিও

তিনি লিখেছেন, ''নীলের ডাকনাম Godot. আমরা দুজন দুটো গিটার নিয়ে মঞ্চে গান করে গেছি। যদিও পর পর ক্যাসেটে অনেক যন্ত্র বেজেছে, প্রোগ্রামে আমরা দুটো গিটার নিয়ে সেই একই গান করেছি, এবং, লিলুয়া থেকে লন্ডন, দর্শক সেটাই শুনে আনন্দ পেয়েছে। এই করে প্রায় চার পাঁচ বছর। তারপর অন্যান্য মিউজিশিয়ান যোগ দেয়''।

তবে কেবলমাত্র গান নয়, ছবির জগতের আবার নতুন ডার্ক কমেডি নিয়ে ফিরছেন অঞ্জন দত্ত। তৈরি করছেন 'সাহেবের কাটলেট' নামে একটি ছবি। প্রধান ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এই ছবিতেও সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে নীলের উপরেই।

Anjan Dutt
Advertisment