আজকের বিনোদন : শাহরুখের ৯০০ কোটি থেকে পরীমণির ডিভোর্স, বিনো-দুনিয়ায় কোথায় কী ঘটল?

দেখে নিন সারাদিনের বিশেষ বিশেষ খবর

দেখে নিন সারাদিনের বিশেষ বিশেষ খবর

author-image
Anurupa Chakraborty
New Update
today entertainment best stories, news today, today news, bollywood, hollywood, tollywood, jeet, shahrukh khan, pori moni

কোথায় কী ঘটল?

সারাদিন ধরে, বিনোদনের জগতে কত কিছু না ঘটতে থাকে। টলিউড থেকে বলিউড, সর্বত্রই নানা আলোচনা। কেউ শিরোনামে রয়েছেন নিজের কীর্তি কলাপের জেরে আবার কেউ নিজেদের মন্তব্যের জেরে। কোনদিকে, কীসব ঘটছে আজকে সারাদিন, জেনে নিন।

৯০০ কোটির ব্যবসা শাহরুখের ছবির :-

Advertisment

কিং খানের ছবির লক্ষীলাভ বেশ ভাল দিকেই এগোচ্ছে। আর ১০০ কোটি, তারপরই হাজার কোটির ক্লাবে নাম লেখাবে শাহরুখের জওয়ান। কিং খানের এবছরের দ্বিতীয় রিলিজ। তাতেই কামাল করেছেন শাহরুখ। ৯০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। উচ্ছসিত কিং খান অনুরাগীরা।

জিৎ এর নতুন ছবি মানুষ এর ফার্স্ট লুক :-

তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার। বুমেরাং ছবির পর নতুন ছবির ঘোষণা করেছেন। ছবির নাম মানুষ। ফার্স্ট লুক প্রকাশ্যে। এক ইমোশন অ্যাকশন ড্রামা হতে চলেছে। জিৎ নিজের ছবির ঘোষণা করে লিখলেন, কোনও প্রতিশোধের গল্প নয়। বরং এটা একটা অন্যরকম গল্প। চোখে, রাগ - দৃরতা .. অন্যরকম লুকে ধরা দিলেন তিনি।

বাবা-মা হলেন রাহুল - দিশা :-

Advertisment

বলিউডে সুখবর। বাবা মা হলেন, রাহুল বৈদ্য এবং দিশা পার্মার। অপেক্ষা করছিলেন খুদে সদস্যর। কন্যা সন্তানের জন্ম দিলেন দিশা। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। রাহুল লিখলেন, লক্ষ্মী এসেছে ঘরে। আমরা ধন্য। বাচ্চা খুব ভাল আছে।

মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিজয় অ্যান্টনি এবং ফাতিমা :-

বিজয় এবং ফতিমার মেয়ে মীরা, মাত্র ১৫ বছর বয়সেই আত্মহত্যা করেছেন। সন্তানকে হারিয়ে গীর্যার সামনেই কান্নায় ভেঙে পড়েন মা। ক্রমাগতই, তাঁকে বলতে শোনা যায়.. "আমি তো তোমায় গর্ভে ধারণ করেছিলাম। আমার সঙ্গে কথা বলতে পারতে। সূত্রের খবর এমনই, মীরা মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর চিকিৎসাও চলছিল।

পরী মণি - রাজের বিবাহ বিচ্ছেদ :-

বাংলাদেশী নায়িকা পরীমণি তাঁর স্বামী রাজের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছেন। নিয়ম মেনেই আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। শুধু তাই নয়, আইনজীবীর তরফে জানানো হয়েছে, পরী নিজে এসেই ডিভোর্স ফাইল করেছেন। পরবর্তীতে, সেই নোটিশ পাঠানো হয়েছে রাজের কাছে এবং শ্বশুরবাড়ির তরফে।

গুরুদ্বারে বিয়ের আগে রাঘব - পরিণীতি :-

বিয়ের তারিখ সম্ভবত, সেপ্টেম্বর ২৩/২৪। তাঁর আগেই গুরুদ্বারে প্রী ওয়েডিং রাঘব এবং পরিণীতির। আনন্দ করজ অনুষ্ঠান নাকি অন্যকিছু? ছবি ভাইরাল হতেই উৎফুল্ল অভিনেত্রীর ভক্তরা। সাদা গোলাপী পোশাক, রাঘবের পাশে বসেই নিয়ম পালন করতে দেখা গেল তাঁকে। উপস্থিত ছিলেন, পরিবারের সদস্যরা।

tollywood SRK Birthday bollywood jeet Entertainment News Pori Moni