Advertisment
Presenting Partner
Desktop GIF

Rabi Ghosh Birthday: অনির্বাণকে দেখতে চান রবি ঘোষের ভূমিকায়? কিংবদন্তীর জন্মদিনে বিশ্বনাথ বসু যা বললেন...

Biswanath Basu on Rabi Ghosh: রবি ঘোষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর হয়নি। অভিনেতাকে তাঁকে নিয়ে জিজ্ঞেস করা হলে প্রথমেই বিশ্বনাথ একটু চুপ করে যান।

author-image
Anurupa Chakraborty
New Update
biswanath basu

Rabi Ghosh Birthday: যা বললেন বিশ্বনাথ

 

Advertisment

 
আজ রবি ঘোষের জন্মদিন। বর্ষীয়ান এই মানুষটি তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি যে ভাবে তাঁর কৌতুকপূর্ণ স্বভাবের মাধ্যমেও বেশিরভাগ মানুষের মন জয় করে নিয়েছিলেন, সেকথা অনেকের জানা। কিন্তু বর্তমান প্রজন্মের কৌতুক অভিনেতাদের মধ্যে যাদের ধরা হয়, তাঁদের কাছে রবি ঘোষ ঠিক কেমন?

বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে মন্তব্য করতে গিয়েও বেশিরভাগ মানুষই ঢোঁক গিলবেন। তারকাদের ক্ষেত্রেও সেই ঘটনা ব্যতিক্রম নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা বিশ্বনাথ বসুর সঙ্গে। তিনিও তাঁর জীবনের অনেকগুলো বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন। কিন্তু, রবি ঘোষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর হয়নি। অভিনেতাকে তাঁকে নিয়ে জিজ্ঞেস করা হলে প্রথমেই বিশ্বনাথ একটু চুপ করে যান। বিশ্বনাথ কি তাঁকে ফলো করেন?

এবং তারপর বলেন, কাজ করার অভিজ্ঞতা তো দূর, তাঁকে চোখে দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি আমার। উনি প্রমণ্য ব্যক্তি। সত্যজিৎ রায়ের প্রিয় অভিনেতাদের তালিকায় উনি। উনাকে ফলো করতে গেলেও পড়াশোনা করা খুব দরকার। তাঁরা নমস্য। তাঁদের দেখে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি। একাধিকবার তাঁর ছবি দেখেছি। যখনই আমরা ছবিতে কাজ করি, তখনই মাথায় রাখি তিনি ঠিক কিভাবে অভিনয় করতেন।

অজস্র ছবিতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন রবি ঘোষ। যার মধ্যে গল্প হলেও সত্যি থেকে গুপি গাইন বাঘা বাইন। বিশ্বনাথ বসুকে তাঁর দেখা রবি বাবুর শ্রেষ্ঠ অভিনীত চলচ্চিত্র কোনটা এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে, তিনি এককথায় ঠগীনি ছবির উল্লেখ করেন। প্রসঙ্গেই, কিছুদিন আগে ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জমালয়ে জীবন্ত ভানু ছবি রিলিজ করে। যেখানে অপু অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেন ভানু বন্দ্যোপাধ্যায় এর চরিত্রে। আর যদি তব ঘোষকে নিয়ে ছবি হয়? কাকে দেখতে চান তিনি সেই ভূমিকায়? বিশ্বনাথ উত্তরে জানান, "আমার মনে হয় অনির্বাণ চক্রবর্তী বেশ ভাল করবে এই চরিত্র। অমিত সাহাকে ভাল লাগতে পারে।"

কোনোদিন দেখার সুযোগ হয়নি তাঁর সঙ্গে। কিন্তু কোনও এক জগতে যদি বিশ্বনাথের রবি ঘোষের সঙ্গে দেখা হয়, এমন একজন প্রনম্য অভিনেতাকে কী প্রশ্ন করতে পারেন তিনি? বিশ্বনাথ বলেন, "একজন অভিনেতার ঠিক কোন পর্যায়ে থাকা উচিত, যাতে রবিবাবু সেই অভিনেতাকে সাহায্য করতে পারেন? কী ধরনের পড়াশোনা, কী ধরনের মনন, কী ধরনের ব্যক্তিত্ব, পারফর্ম লেভেল থাকলে একজন অভিনেতাকে তিনি সাহায্য করবেন। এটাই আমি জিজ্ঞেস করব।"

উল্লেখ্য, রবি ঘোষ মানেই সকলের মনে জেগে ওঠে, বাঘা চরিত্রটি। বিশেষ করে ছোটখাটো মানুষটির অভিনয় যেভাবে সকলকে মুগ্ধ করতো, তাতে কোনো সন্দেহ নেই। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন অনেক ছবিতে। কিন্তু, ফিল্মি দুনিয়া এমন কোনও কৌতুক অভিনেতা আর পাবেন কিনা সন্দেহ থেকেই যায়।

Rabi Ghosh Biswanath Basu
Advertisment