/indian-express-bangla/media/media_files/eKr2TqIcsdyA0dXnTeNO.jpg)
দেখে নিন আজকের সেরা ৫... Photograph: (ফাইল)
Dev-Shubhashree: ভেঙে পড়ল ব্যারিকেড! দেবকে ছুঁয়ে দেখার হিড়িক, শুভশ্রীকে নিয়ে যা কাণ্ড হল..
একদিকে, শুভশ্রী যখন আলোর শহরে ব্যস্ত ছিলেন, দেব ছিলেন কোথায়? দমদমের জগদ্ধাত্রী পুজোয় তিনি ব্যস্ত ছিলেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, দেবকে দেখতে যে ভিড়, তাঁর সঙ্গে সঙ্গে লাগামছাড়া উচ্ছ্বাস। দেব- এই প্রজন্মের কাছে শেষ মেগাস্টার। তাঁর উপস্থিতি যে সকলকে আনন্দ দেয়, সেকথাও আবার প্রমাণিত হল। পরনে সাদা রঙের পোশাক, দেব গাড়ি থেকে নামতেই যেন আলাদা উন্মাদনা। আশেপাশের মানুষের চিৎকার শুনে অভিনেতা নিজেই স্তম্ভিত। এবং হাতজোড় করে তিনি নিজেই সকলকে শান্ত হতে বললেন। চারপাশের মানুষের ভিড় দেখে দেব যেন ভাষা হারালেন। আর তাঁর ভক্তদের চিল চিৎকারে হইহই কাণ্ড।
লিংক- Dev-Shubhashree: ভেঙে পড়ল ব্যারিকেড! দেবকে ছুঁয়ে দেখার হিড়িক, শুভশ্রীকে নিয়ে যা কাণ্ড হল..
The Family Man 3: আবারও গুপ্তচরের প্রত্যাবর্তন? দীর্ঘ অপেক্ষার অবসান শেষে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’!
The Family Man 3: অবশেষে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল! জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর নির্মাতারা আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। মনোজ বাজপেয়ী আবারও ফিরছেন তাঁর আইকনিক চরিত্র শ্রীকান্ত তিওয়ারি হিসেবে। ফের একবার টেনে নিয়ে যাবেন, বিপদ এবং রোমাঞ্চে ভরপুর এক জগতে। ঘোষণাটিও এসেছে একদম মনোজ-স্টাইলে— তিনি গুনগুন করে বললেন, “আ রাহা হুঁ ম্যাঁ।”
Sreelekha Mitra: শ্রীলেখার বিড়াল গায়েব, বাজির প্রতিবাদের মাসুল?
অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জীবনে নেমে এসেছে আবারও গণ্ডগোল। তিনি যে বসত বাড়িতে বাস করেন, সেখানে তাঁকে নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। দীর্ঘ এতগুলো বছর ধরে তিনি যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই নিয়ে নানা ধরনের বক্তব্য রেখেছেন। তাঁর ফ্ল্যাটে একের পর এক, দিনের পর দিন, যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, আজও একবার তিনি সেই সংক্রান্ত ভিডিও পোস্ট করেছেন সমাজের মাধ্যমে।
লিংক- অবৈধ বাজির প্রতিবাদেই বড় মাশুল গুনছেন শ্রীলেখা?
Rajinikanth-Dhanush Bomb Threat: ভয়ঙ্কর আতঙ্কে রজনীকান্ত! কী এমন ঘটল তাঁর বাড়িতে? ভয়ে কাঁপছেন ধনুশ-ও
Rajinikanth-Dhanush Bomb Threat: ২৭শে অক্টোবর চেন্নাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিনেতা রজনীকান্ত এবং ধনুশের বাড়িতে বোমা হামলার হুমকি সংক্রান্ত একটি ই-মেইলের জবাব দেয়। তামিলনাড়ু পুলিশের মহাপরিচালকের (DGP) অফিসে পাঠানো ওই ইমেলে অভিযোগ করা হয় যে, এই দুই অভিনেতার পাশাপাশি তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেবালপেরুন্থাগাই-এর বাড়িতেও বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছে।
লিংক- Rajinikanth-Dhanush Bomb Threat: বোমা হুমকিতে আতঙ্ক! শ্বশুর-প্রাক্তন জামাইয়ের বাড়িতে পুলিশ
খ্যাতির শিখর থেকে বিতর্কের অন্ধকারে, শ্লীলতাহানির অভিযোগ শেষ করে দিল জীবন, চেনেন এই অভিনেতাকে?
দিল্লির ছেলে শাইনি ছিলেন সেনা অফিসারের পরিবারের সদস্য। বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে তিনি থিয়েটারের প্রতি আকৃষ্ট হন এবং ব্যারি জনের অধীনে প্রশিক্ষণ নেন। প্রথম জীবনে তিনি ক্যাডবেরি, সিটিব্যাঙ্কসহ বহু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখান। সেই সময়েই পরিচালক সুধীর মিশ্র তাঁকে লক্ষ্য করেন এবং 'হাজারোঁ খোয়াইশেঁ অ্যায়ি' ছবিতে অভিনয়ের সুযোগ দেন। কে কে মেনন ও চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে তাঁর অভিষেকই তাঁকে চলচ্চিত্র মহলে পরিচিত করে তোলে। একই বছর তাঁর আরও তিনটি ছবি মুক্তি পায়, এক নবাগত অভিনেতার জন্য বিরল সাফল্য ছিল এই ছবি।
লিংক- খ্যাতির শিখর থেকে বিতর্কের অন্ধকারে, শ্লীলতাহানির অভিযোগ শেষ করে দিল জীবন, চেনেন এই অভিনেতাকে?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us