/indian-express-bangla/media/media_files/2025/05/18/i7Z8MyHq2QcDNj4tdVz8.png)
জেনে নিন আজকের সেরা ৫... Photograph: (Instagram)
Tollywood: ঐতিহাসিক মুহূর্ত টলিউডে! 'পেছনে ওটা কে?' হইহই নেটপাড়ায়
Tollywood Bijaya Sammilani: টলিউডের অন্তরে কান পাতলেই শোনা যায়, নায়ক নায়িকা জুটিকে যেমন সমস্ত ভক্তরা একসঙ্গে চান, ঠিক সেরকমই আরেক জুটির প্রার্থনাও তারা করেন। তারা কোন সুপারহিট নায়ক নায়িকা জুটি নন। বরং তারা দুই হিরো। একবারই একসঙ্গে তারা পর্দা এসেছিলেন, তখন বক্স অফিসে ঝড় উঠেছিল। সেই ছবির নাম ছিল দুই পৃথিবী। তারপর থেকে দেব আর জিৎ নানা জায়গায় মুখোমুখি হলেও, একসঙ্গে ছবি করা তাদের আর হয়ে ওঠেনি।
লিংক- Tollywood: ঐতিহাসিক মুহূর্ত টলিউডে! 'পেছনে ওটা কে?' হইহই নেটপাড়ায়
হ্যালোইনে ধীরের ব্যোমকেশ রূপ- বাবার পথেই ছোট গোয়েন্দা?
প্রত্যেকের কাছে, বাবা যেন তার সুপারহিরো হয়। আর সেকথাই যেন আবারও একবার করে প্রমাণিত করলেন, গৌরব পুত্র ধীর। একরত্তি যেভাবে সেজেগুজে ধরা দিল। গৌরব নিজেও তাঁর বাবার পরিচয়ে বড় হয়েছেন। সব্যসাচী চক্রবর্তী, তাঁর অভিনয় নিয়ে চারিদিকে আলোচনা হয়েই থাকে। একটা সময়, বলিউডের কোনও বাংলা ছবির কথা উঠলেই যেন, সব্যসাচী চক্রবর্তীর নাম আসতো। আর আজ ধীর...
লিংক- হ্যালোইনে ধীরের ব্যোমকেশ রূপ- বাবার পথেই ছোট গোয়েন্দা?
Ankush Hazra Exclusive: 'আমার কী দোষ, ওর শিক্ষা', কেল্লাফতের নায়িকা রূপা গ্রেফতার হতেই মন খুলে স্পষ্টকথা অঙ্কুশের
Ankush Hazra Exclusive: ঘটে গিয়েছে এক ভয়ংকর ঘটনা। যেমন? বড়বাজার এলাকা থেকে, গ্রেফতার করা হয়েছে এক অভিনেত্রীকে। অভিযোগ তিনি নাকি, কারোর ব্যাগ এবং পার্স চুরি করে পালাচ্ছিলেন। যদিও এই ঘটনা এবার প্রথম না। এর আগেও, একবার তিনি ধরা পড়েছিলেন। এবং যখনই তাকে নিয়ে কোনরকম সংবাদ হয়, তখনই অঙ্কুশের নাম উঠে আসে।
Debadrita Basu-Jemimah Rodrigues: 'ফের প্রমাণিত ঘরে-বাইরে মহিলারা সমান পারদর্শী', জেমাইমার সাফল্যে উচ্ছ্বসিত 'জয়ী' দেবাদৃতা
Jemimah Rodrigues: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্সে নিঃসন্দেহে এটি ভারতের ঐতিহাসিক জয়। আর সেই ইতিহাস সৃষ্টি করলেন জেমাইমা রডরিগস। টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য টার্গেট ছিল ৩৩৯ রান। বিশ্বকাপ সেমিফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন জেমিমা। কেড়ে নিলেন অজি বোলারদের রাতের ঘুম। ১৩৪ বলে ১২৭ নট আউট! জেমাইমার দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসায় মুখোরিত ক্রিকেটপ্রেমীরা। ব্যাটে ঝড় তুলতেই দর্শকের করতালিতে ফেটে পড়েছিল স্টেডিয়াম। আজও পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের দমিয়ে রাখার যে একটা প্রবণতা আছে সে কথা বলাইবাহুল্য। কিন্তু, ২২ গজে জেমাইমার ব্যাটের দাপটে সেই দম্ভ ভেঙে খানখান! এই বিষয়ে সহমত ফুটবল তারকা বিদেশ বসুর নাতনি দেবাদৃতা বসু।
Paoli Dam-Ganoshotru: ত্রৈলোক্যতারিণী নিয়ে আরও বড় পরিসরে কাজ হলে স্বপ্নপূরণ হবে: পাওলি দাম
অভিনয়ের মাধ্যমে ত্রৈলোক্যতারিণীর জীবনকে কতটা কাছ থেকে চিনলেন?
পাওলি দাম: এটা সত্যি ঘটনা অবলম্বণে তৈরি। ত্রৈলোক্যতারিণী আঠারোশো শতাব্দীর প্রথম মহিলা সিরিয়াল কিলার। ছোটবেলায় বিধবা হওয়ার পর পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। এরপর ওঁর জীবন কী ভাবে বদলে যায়, বেঁচে থাকার জন্য নারী-পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং সেখান থেকে পরিস্থিতির চাপে সে হয়ে ওঠে একজন সিরিয়াল কিলার। যদিও সেটা ওঁর জীবনের লক্ষ্য ছিল না। একটা সময় পর ত্রৈলোক্যতারিণীর জীবনে আসে কালীবাবু (কাস্টোমার)। পরাধীন ভারতে পুরুষতন্ত্রিক সমাজে তীক্ষ্ম বুদ্ধির জেরে ব্রিটিশদের চোখকেও ফাঁকি দিয়েছিলেন। ত্রৈলোক্যতারিণীর সময় কিন্তু, বিনোদিনীর অস্তিত্বও ছিল। কিন্তু, রামকৃষ্ণদেব ও গিরিশ ঘোষের আশীর্বাদ পেয়েছিলেন যেটা ত্রৈলোক্য পায়নি। ব্রিটিশ আমলে ত্রৈলোক্য সাহসীকতার নজির গড়েছিলেন, যা সত্যিই জানার বিষয়। ত্রৈলোক্যর মানসিক পরিস্থিতি কেমন ছিল যে জায়গায় দাঁড়িয়ে এই মারাত্মক ঘটনাগুলো ঘটাত সেটা অন্যতম প্রধান আকর্ষণ। সাইকোলজিক্যালি ভীষণ ইন্টারেস্টিং।
লিংক- Paoli Dam-Ganoshotru: ত্রৈলোক্যতারিণী নিয়ে আরও বড় পরিসরে কাজ হলে স্বপ্নপূরণ হবে: পাওলি দাম
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us