Today's Top 5 Entertainment News: ঋত্বিক ঘটকের অজানা কাহিনি থেকে অঙ্কুশের বিয়ে নিয়ে মন্তব্য, এক নজরে আজ বিনোদনের সেরা ৫

আজকের বিনোদনের সেরা ৫ বড় খবর পড়ুন। বলিউড, টলিউড, হলিউড, OTT রিলিজ, সেলিব্রিটি গসিপ, ট্রেলার, বক্স অফিস আপডেট ও তারকাদের ভাইরাল মুহূর্ত—সব এক জায়গায়। ব্রেকিং এন্টারটেইনমেন্ট নিউজ ও ট্রেন্ডিং স্টোরি পেতে এখনই পড়ুন।

আজকের বিনোদনের সেরা ৫ বড় খবর পড়ুন। বলিউড, টলিউড, হলিউড, OTT রিলিজ, সেলিব্রিটি গসিপ, ট্রেলার, বক্স অফিস আপডেট ও তারকাদের ভাইরাল মুহূর্ত—সব এক জায়গায়। ব্রেকিং এন্টারটেইনমেন্ট নিউজ ও ট্রেন্ডিং স্টোরি পেতে এখনই পড়ুন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

সেরা ৫

Saswata Chatterjee-Mahua: 'ভীষণ বাজে ছেলে!’ শাশ্বতকে প্রথম দেখেই বলেছিলেন মহুয়া

Advertisment

শুভেন্দু-পুত্র তখন বেশ জনপ্রিয়। এক আকাশের নীচে ধারাবাহিকে নাম করেছেন। বেশ জনপ্রিয় হয়েছেন তিনি। আর যেদিন মহুয়ার সঙ্গে পরিচয় হল, সেদিন.. অভিনেতার স্ত্রী এক রিয়্যালিটি শোয়ে এসে বলেন, "আমার মনে আছে, এক দিদির বাড়িতে চায়ের আড্ডায় গেছিলাম, ওরা ওখানেই ছিল। আর আমায় ভীষণ রাগিয়ে দিয়েছিল।" হেসে হেসে নাকি এও বলেছিলেন মহুয়া মোটা! শাশ্বত পত্নীর কথায়, "তখন এক আকাশের নীচে খুব জনপ্রিয়। আর আরেকটা চ্যানেলে ফ্রেন্ডস চলত। আমার মা-ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়া হত এই নিয়ে। আমি বাড়ি এসে এটাই বলেছিলাম, খুব বাজে ছেলে, যেমন সিরিয়ালে দেখায়।" 

Ritwik Ghatak Birthday: আমার পিছনে জোরে লাথি মারলেন! আমি তো স্তম্ভিত হয়ে বললাম ঋত্বিকদা: গৌতম ঘোষ

Advertisment

গৌতম ঘোষ, চলচ্চিত্র পরিচালক:  আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ ঋত্বিকদার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম। ১৯৭৪ সালে আমি 'হাঙ্গরি অটাম' নামের একটি ছবি তৈরি করেছিলাম। প্রচণ্ড কষ্ট করে কাজটা শেষ করতে হয়েছিল আর মৃণাল সেন আমাদের প্রচুর সাহায্য করেছিলেন। তিনি ব্যাংক থেকে ঋণ পাওয়ার যাবতীয় বন্দোবস্ত করে দিয়েছিলেন। ছবিটা সম্পূর্ণ হওয়ার পর আমরা ইন্ডিয়া ল্যাবসে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলাম। উপস্থিত ছিলেন মৃণালদা, ঋত্বিকদা, তরুণ মজুমদার, ভূপেন হাজরিকা, হরিসাধন দাসগুপ্ত। প্রদর্শনী শেষ হয়ে যখন আমরা বাইরে বেরোচ্ছি হঠাৎ ঋত্বিকদা আমার পিছনে জোরে লাথি মারলেন! আমি তো স্তম্ভিত, ঋত্বিকদা! প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে বললেন, 'শালা, ফাটিয়ে দিয়েছিস! এখানে এত বড় বড় সিনেমা-নির্মাতা আছে তাদের বল, বল, বল, ও কী করেছে! এই ছিল ঋত্বিকদার ভালোবাসা। রাগ, উচ্ছ্বাস, আর স্নেহের এক মিশ্র রূপ। আজও সেই লাথিটার অনুভব আমি ভুলতে পারিনি। ওটা ছিল ভালোবাসার লাথি।'

Entertainment News