/indian-express-bangla/media/media_files/2025/11/04/cats-2025-11-04-18-19-50.jpg)
সেরা ৫
Saswata Chatterjee-Mahua: 'ভীষণ বাজে ছেলে!’ শাশ্বতকে প্রথম দেখেই বলেছিলেন মহুয়া
শুভেন্দু-পুত্র তখন বেশ জনপ্রিয়। এক আকাশের নীচে ধারাবাহিকে নাম করেছেন। বেশ জনপ্রিয় হয়েছেন তিনি। আর যেদিন মহুয়ার সঙ্গে পরিচয় হল, সেদিন.. অভিনেতার স্ত্রী এক রিয়্যালিটি শোয়ে এসে বলেন, "আমার মনে আছে, এক দিদির বাড়িতে চায়ের আড্ডায় গেছিলাম, ওরা ওখানেই ছিল। আর আমায় ভীষণ রাগিয়ে দিয়েছিল।" হেসে হেসে নাকি এও বলেছিলেন মহুয়া মোটা! শাশ্বত পত্নীর কথায়, "তখন এক আকাশের নীচে খুব জনপ্রিয়। আর আরেকটা চ্যানেলে ফ্রেন্ডস চলত। আমার মা-ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়া হত এই নিয়ে। আমি বাড়ি এসে এটাই বলেছিলাম, খুব বাজে ছেলে, যেমন সিরিয়ালে দেখায়।"
Ritwik Ghatak Birthday: আমার পিছনে জোরে লাথি মারলেন! আমি তো স্তম্ভিত হয়ে বললাম ঋত্বিকদা: গৌতম ঘোষ
গৌতম ঘোষ, চলচ্চিত্র পরিচালক: আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ ঋত্বিকদার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম। ১৯৭৪ সালে আমি 'হাঙ্গরি অটাম' নামের একটি ছবি তৈরি করেছিলাম। প্রচণ্ড কষ্ট করে কাজটা শেষ করতে হয়েছিল আর মৃণাল সেন আমাদের প্রচুর সাহায্য করেছিলেন। তিনি ব্যাংক থেকে ঋণ পাওয়ার যাবতীয় বন্দোবস্ত করে দিয়েছিলেন। ছবিটা সম্পূর্ণ হওয়ার পর আমরা ইন্ডিয়া ল্যাবসে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলাম। উপস্থিত ছিলেন মৃণালদা, ঋত্বিকদা, তরুণ মজুমদার, ভূপেন হাজরিকা, হরিসাধন দাসগুপ্ত। প্রদর্শনী শেষ হয়ে যখন আমরা বাইরে বেরোচ্ছি হঠাৎ ঋত্বিকদা আমার পিছনে জোরে লাথি মারলেন! আমি তো স্তম্ভিত, ঋত্বিকদা! প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে বললেন, 'শালা, ফাটিয়ে দিয়েছিস! এখানে এত বড় বড় সিনেমা-নির্মাতা আছে তাদের বল, বল, বল, ও কী করেছে! এই ছিল ঋত্বিকদার ভালোবাসা। রাগ, উচ্ছ্বাস, আর স্নেহের এক মিশ্র রূপ। আজও সেই লাথিটার অনুভব আমি ভুলতে পারিনি। ওটা ছিল ভালোবাসার লাথি।'
Himanta Sarma-Zubeen Garg Death: 'জুবিনের মৃত্যু অস্বাভাবিক নয় ওকে...', চার্জশিট জমার দিন ঘোষণা করে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Zubeen Garg Death Case Update: ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে জুবিনের অকাল প্রয়াণ যেন আজও মেনে নিতে পারছে না তাঁর অনুরাগীরা। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সব শেষ! প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল স্কুবা ডাইভিংয়ের সময় ডুবে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু, সময় যত গড়িয়েছে তদন্ত এগচ্ছে, এই গ্রেফতারও হয়েছে কয়েকজন। তদন্ত চলাকালীন জানা গিয়েছে জুবিন সাঁতার জানতেন। প্রয়াত গায়কের স্ত্রী দাবি করেছেন জুবিনের ম্যানেজার জানতেন জলে তাঁর সমস্যা আছে। অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথম দিন থেকেই জুবিনের মৃত্যুর সঠিক তদন্তের লক্ষ্যে এগনোর নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সংবাদ সংস্থা PTI-র কাছে তিনি দাবি করেছেন, জুবিন গর্গের মৃত্যু অস্বাভাবিক নয়, তাঁকে খুন করা হয়েছে।
Shyamoupti Mudly Birthday: রণজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, প্রি বার্থডে সেলিব্রেশন পোস্টে চর্চায় সিলমোহর? জন্মদিনে শ্যামৌপ্তি বললেন...
প্রি বার্থডে সেলিব্রেশন
উচ্ছ্বাসের সঙ্গে বলেন, 'প্রথমবার প্রিবার্থডে-র অভিজ্ঞতা হল। সেটা সারাজীবন মনে রাখবে। নিজের বুদ্ধি, পরিশ্রম দিয়ে ওই দিন যে ব্যবস্থা করেছিল তার থেকে বড় গিফট আর কিছু হতে পারে না। জন্মদিনটা পুরোটাই সারপ্রাইজের উপরই চলছে। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনে তাঁরা জানে আমার কাছে প্রকৃত উপহার কী।'
Ankush Hazra: 'নারীজাতির ডেপথ ঈশ্বরও বোঝেননি', বিয়ে প্রসঙ্গে রহস্য জিইয়ে রাখলেন অঙ্কুশ?
দীর্ঘ এতবছর ধরে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু, কবে বিয়ে করছেন সেই প্রসঙ্গে জিজ্ঞেস করলেই যেন, অঙ্কুশ সহজেই এড়িয়ে যান? তাহলে কি তিনিও পরিবারের চাপে পড়া এক পুরুষ? ঐন্দ্রিলার সঙ্গে কি তাঁকে আসছে বছর বিয়ের পিঁড়িতে দেখা যাবে? অঙ্কুশের এক গাল হাসি। তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করলেই তিনি হাসতে শুরু করেন। এবং সোজাসুজি এও বলেন, "আসলে এই ছবিটা অনেকেই দেখলে বুঝতে পারবেন, যে কোথা দিয়ে কী সব ঘটে। এবং কী করে নানা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং ছেলেদের যে নানা কারণে মেয়েদের ওপর কত ধরনের বিতৃষ্ণা, সেটা এই ছবিটা দেখলে বোঝা যাবে। আবার এটাও বোঝা যাবে, একজন নারীর উপস্থিতি, কী করে একজন মানুষের জীবন বদলে দেয়। কত ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে। আমি এখন বেশি কিছু ডিটেলস- কিছু বলব না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us