Advertisment
Presenting Partner
Desktop GIF

দিনের সেরা বাংলা বিনোদন: শুরু হচ্ছে সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং, ফের পরিযায়ীদের পাশে দেব

সতর্কতা মেনে শুরু হচ্ছে সিনেমার শুটিং। নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন দেবকে। ফের ১০০০ শ্রমিককে ঘরে ফেরালেন সাংসদ-অভিনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

ধারাবাহিকের পর এবার সিনেমা। আগামী ১০ জুন থেকে শুরু হচ্ছে সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং। রবিবার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর বৈঠকে এমনই সিদ্ধান্ত হল। ধারাবাহিকের ক্ষেত্রে যে নির্দেশিকা রয়েছে তা সিনেমার ক্ষেত্রেও জারি থাকবে। সিনেমা এবং সিরিজের ফ্লোরেও ৩৫ জনকেই থাকার অনুমতি দেওয়া হয়েছে। এদিন বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস, সিনে সংগঠন ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Advertisment

বিস্তারিত পড়ুন, সচল টলিপাড়া! ১০ জুন থেকেই শুরু সিনেমা-ওয়েব সিরিজের শুটিং

 ১০০০ জন শ্রমিককে ফেরাচ্ছেন দেব

নেটিজেনরা কুর্নিশ জানাচ্ছেন দেবকে। ফের ১০০০ শ্রমিককে ঘরে ফেরালেন সাংসদ-অভিনেতা। কিছুদিন আগেই নেপাল থেকে ফিরিয়েছিলেন ৩৬ জন পরিযায়ীকে। এবার জম্মু-কাশ্মীর সহ বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের ফেরোনোর বন্দোবস্ত করছেন দেব। ভারত-নেপাল সীমান্তে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে অনুমতিও নিয়েছেন তারকা-সাংসদ।

অঙ্কিতার বেবি বাম্প

এবার বেবি বাম্পের ছবি পোস্ট করলেন অঙ্কিতা পাল মজুমদার। কিছুদিন আগে শুভশ্রীর ছবি তাঁকে লুকিয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ। এবার টেলি নায়িকার পালা। আকাশি টি-শার্ট ও জিন্সে ফোটোশুটের ছবি পোস্ট করলেন ‘জড়োয়ার ঝুমকো’, ‘ভূমিকন্যা’র অভিনেত্রী। কিছুদিন আগেই সোশাল মিডিয়াতেই এই খুশির খবর জানিয়েছিলেন অঙ্কিতা।

বিস্তারিত পড়ুন, মা হচ্ছেন অঙ্কিতা, শেয়ার করলেন বেবি বাম্পের ফোটো

মুখ থুবড়ে পড়ল নোবেলের প্রথম সিঙ্গলস

'সারেগামাপা' বাংলাদেশের এই গায়ককে নিয়ে এখন জলঘোলা চলছে। তবে এমনটা হবে তা বোধহয় আঁচ করতে পারেননি নোবেল। বিতর্ক তাঁর ছায়াসঙ্গী। কখনও সোশাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনও তাঁর ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার- বারবার অভিযোগের আঙুল উঠেছে নোবেলের দিকে। কিন্তু তাই বলে গান মুক্তি পাওয়ার দু'দিনের মধ্যেই মুখ থুবড়ে পড়বে! বিবার তাঁর জীবনের প্রথম মৌলিক গান 'তামাশা' মুক্তি পেয়েছে। কিন্তু সেই গানের ইউটিউব কমেন্ট দেখলেই চক্ষু চড়কগাছ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাইকের থেকে ডিসকলাইকের সংখ্যা।

একসঙ্গে দিনের সেরা বিনোদনের খবর পড়ুন এই প্রতিবেদনে 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Dev Bengali Cinema Shooting Bengali Television
Advertisment