/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/generic-759.jpg)
১০ জুন থেকে টলি ও টেলিপাড়ায় শুটিং শুরু হল না। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি, যেখানে চারটি পক্ষের সই করার কথা তা এখনও সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত হয়নি! ওদিকে ৯ জুন সন্ধ্যায় ফোরাম, ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১০ জুন থেকে শুটিং শুরু হচ্ছে না। প্রযোজকদের সংগঠন ডব্লিউএটিপি-র সোশাল মিডিয়া পেজে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে যে আর্টিস্টস ফোরামের আপত্তির কারণেই শুটিং শুরু করা যাচ্ছে না।
বিস্তারিত পড়ুন, শুরু হল না শুটিং, শিল্পীদের বিমা নিয়ে কাটেনি জট
বাংলার পুজো উদ্যোক্তাদের অনুরোধ সুজিতের
এদিন টুইট করে পরিচালক সুজিত সরকার দুর্গা পুজো ও কালী পুজোর উদ্যোক্তাদের অতিরিক্ত খরচ কমিয়ে তা আমফান বিধ্বস্ত এলাকার মানুষদের সাহায্য করার কথা বলেছেন। টুইটে তিনি লেখেন, ''পুজোয় মাত্রাতিরিক্ত পুজোর খরচ বাঁচিয়ে আমফান বিধ্বস্ত বাংলাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করুন, ত্রাণ দিন।''
An appeal to all Durga Pujo and Kali Pujo organizers:
A humble request to all organizers not to be extravagant for celebration and rather use all expenses for donation for rebuilding and relief of the cyclone affected areas.— Shoojit Sircar (@ShoojitSircar) June 9, 2020
হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র পোস্ট প্রোডাকশন
করোনা মোকাবিলায় নিজের দায়িত্ব নিয়ে বরাবরই সচেতন দেব। এ বছর ১ মে দেব এন্টারটেনমেন্ট ভেনচার্সের পরবর্তী ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। এবারে জোরকদমে কাজ শুরু করলেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালক কবীর সুমন।
বিস্তারিত পড়ুন, শুরু হল হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র পোস্ট প্রোডাকশন
অবশেষে কাটল জট
এদিন বিকেল পাঁচটায় মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে মিলল সমাধান। আগামীকাল থেকে শুরু হচ্ছে শুটিং।এত বিতণ্ডার পরও আগামীকাল থেকেই শুটিং শুরু হচ্ছে বলে খবর। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অরিন্দম গঙ্গোপাধ্যায় জানালেন, ”এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে সুষ্ঠভাবে কাজ করতে গেলে অনেক মতবিরোধ হতে পারে। তবে সমস্যার সমাধান হয়েছে। সর্বসম্মতভাবে সমাধানসূত্র বার করতে পেরেছি। কয়েকলক্ষ মানুষের রুটি রোজগারের বিষয়, প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকব।”
বিস্তারিত পড়ুন, অবশেষে মিলল সমাধান সূত্র, আগামীকাল থেকে শুরু শুটিং
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন