Advertisment

প্রতিবাদী মিছিলে না যাওয়ায় টলিউডের 'কলাকুশলীদের হুমকি'! স্বরূপের বিরুদ্ধে FIR বাবুলের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং সম্পাদক অপর্ণা ঘটকের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল।

author-image
IE Bangla Web Desk
New Update
Babul

ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার (Federation of Cine Technicians and Workers of Eastern India) তরফে আয়োজিত মৌনমিছিলে যেসব কলা-কুশলীরা যোগ দেননি, তাঁদের বিরুদ্ধে পরোক্ষভাবে এক হোয়াটসঅ্যাপ বিবৃতিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ফেডারেশনের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই এবার পুলিশের দ্বারস্থ হলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) এবং সম্পাদক অপর্ণা ঘটকের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল। বিজেপি প্রার্থী নিজেই FIR-এর কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশদে জানিয়েছেন।

Advertisment

প্রসঙ্গত, বাংলার মসনদ দখলের পাশাপাশি গেরুয়া শিবিরের নজর এখন গ্ল্যামার ইন্ডাস্ট্রিতেও। সিনে ইন্ডাস্ট্রি এখন ভিন্ন রাজনৈতিক মতাদর্শে দ্বি-বিভক্ত। একদিকে তৃণমূল, বিরোধীপক্ষ গেরুয়া শিবির। আর টলিউডকে আয়ত্ত আনা মানেই ‘পাখির চোখ’ টালিগঞ্জ কেন্দ্র। তৃণমূলের ‘তুরুপের তাস’ যেখানে অরূপ বিশ্বাস (Arup Biswas), সেখানে ‘বিজেপির বাজি’ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বৃহস্পতিবারই বাবুলের হয়ে প্রচারে এসে টলিউডের উন্নতিসাধন নিয়ে পরোক্ষভাবে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছিলেন মিঠুন চক্রবর্তী। পদ্ম শিবিরের লক্ষ্য অরূপ-স্বরূপ বিশ্বাস ব্রাদার্সের নাগপাশমুক্ত টলিউড। তাই ১০ এপ্রিল ভোটের (West Bengal Assembly Election 2021) আগে কোনওরকম কসরত করতেই ছাড়েননি পদ্ম-প্রার্থী বাবুল। রাত পোহালেই টালিগঞ্জ কেন্দ্রে নির্বাচন। তার ২৪ ঘণ্টা আগেই ফেডারেশনের সভাপতি তথা প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বাবুল সুপ্রিয়।

ঘটনার সূত্রপাত, রুদ্রনীল ঘোষের এক মন্তব্যকে ঘিরে। টলিউডে মাফিয়ারাজ চলার অভিযোগ তুলেছিলেন বিজেপিপ্রার্থী। বাংলা সিনে ইন্ডাস্ট্রিকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে রবিবার প্রতিবাদী মৌন-মিছিলের আয়োজন করা হয়েছিল ফেডারেশনের পক্ষ থেকে। তবে তা খুব একটা ফলপ্রসূ হয়নি! কারণ, অনেকেই এদিন শুটিং থাকার জন্য সেই মিছিলে যোগ দিতে পারেননি। এরপরই ফেডারেশনের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ বিবৃতি জারি করা হয়। তাতে লেখা, “চড়া রোদ মাথায় করে মিছিলে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন টালিগঞ্জের বেশির ভাগ কলাকুশলী। তাঁদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছে ফেডারেশন। তবে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে সমস্ত স্বনামধন্য কলাকুশলীরা যেমন পরিচালক, চিত্রশিল্পী, ক্যামেরা পার্সন, রূপটান শিল্পী প্রমুখেরা আজকের এই ঐতিহাসিক মিছিলে যোগদান করলেন না, ফেডারেশনের অপমানের বিরোধিতা করলেন না, আগামী দিনে ফেডারেশন তাদের নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করবে।” আর এই ‘গভীরভাবে চিন্তাভাবনা করার’ বিষয়টিতেই হুঁশিয়ারির গন্ধ পেয়েছেন টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। অতঃপর পাল্টা দিতেও ছাড়েননি প্রতিদ্বন্দী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে।

বাবুল এইপ্রসঙ্গে স্পষ্ট জানিয়েছিলেন, "অরূপ বিশ্বাসের ‘সুযোগ্য’ ভাই স্বরূপ বিশ্বাসের ‘চরম নৈরাজ্যের ক্যাপ্টিনশিপ-এ’ চলা (আসলে চলতে বাধ্য করা) ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস্ অ্যান্ড ওয়ার্কার্স্ অফ ইস্টার্ন ইন্ডিয়া’ তরফে জারি করা হয়েছে একটি হোয়াটসঅ্য়াপ বিবৃতি। শেষের চারটি লাইন পড়ুন কি ভাবে স্পষ্ট ভাষায় ‘ধমকি’ দেওয়া হয়েছে। গতকালের মিছিলে যাঁরা এসেছিলেন, তাঁরাও এই দুই ‘ভাই’এর অত্যাচারে তিতিবিরক্ত ও চূড়ান্ত অসন্তুষ্ট – এঁরাই এই দুই ভাইকে শুধু টালিগঞ্জ পাড়া ছাড়া করবেন তাই নয়, বিধানসভার নির্বাচনেও ‘চুপ চাপ পদ্মে ছাপ’ দিয়ে তৃণমূলকে বিপুল ভোটে পরাস্ত করবেন।"

যদিও হুমকির অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ। তবে তা মানতে নারাজ গেরুয়া শিবির। অতঃপর শুক্রবার স্বরূপ বিশ্বাস এবং অপর্ণা ঘটকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী বাবুল।

Swarup Biswas Babul Supriyo tollywood bjp tmc West Bengal Assembly Election 2021 Arup Biswas Tollygunge
Advertisment